মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯
মোস্তাফিজ-তাসকিনের জন্য একজনকে এগিয়ে আসতে হবে : রুশো

বাংলাদেশের পেস বিভাগের দুই সেরা তারকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে সম্প্রতি পারফরমেন্সে উজ্জ্বল নন তারা। নিজেদের খুঁজে ফিরছেন। ধারণা করা হয়েছিল বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের চেহারায় ফিরবেন মোস্তাফিজ-তাসকিন। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি।

চলতি বিপিএলে এখন পর্যন্ত দু’জনে মিলে ৭টি ম্যাচ খেলেছেন। তবে অতীতের মত তাদের বোলিং নেই কোন ঝাঁজ। মোস্তাফিজ চার ম্যাচে ১১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। সেখানে তাসকিন নিষ্প্রভ। তিন ম্যাচে ৭৬ রান দিয়ে এখনও উইকেটের দেখা পাননি। তবে মোস্তাফিজ-তাসকিন খুবই দ্রুতই নিজেদের সেরা ফর্মে বলে মনে করেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাইলি রুশো।

শুক্রবার মোস্তাফিজ-তাসকিনের বল খেলেছেন রুশো । তাদের বিপক্ষে সাবলীলভাবে রানও তুলেছেন তিনি। ৩১ বলে রুশোর অপরাজিত ৬৬ রানের সুবাদে বিপিএলে হ্যাটট্টিক জয়ের স্বাদ নিয়েছে খুলনা।

ম্যাচ শেষে মোস্তাফিজ-তাসকিনের ব্যাপারে জানতে চাওয়া হলে ইতিবাচক কথা বলেন এ প্রোটিয়া ব্যাটসম্যান। বলেন, ‘আসলে মানসিকভাবে শক্ত না থাকলে এ ফরম্যাটে ভালো পারফরমেন্স করা কঠিন। তাদের দল টানা চার ম্যাচ হেরেছে। তাই ভালো পারফর্ম করা অনেক কঠিন। মোস্তাফিজুর-তাসকিন ভালো মানের বোলার, কিন্তু মাঠে মোমেন্টাম পরিবর্তন করার জন্য একজনকে এগিয়ে আসতে হবে। তবে আমি নিশ্চিত তারা ঘুরে দাঁড়াবে। কারণ তারা পেশাদার খেলোয়াড়। আমি নিশ্চিত তারা ভালো পারফর্ম করবে।’

গত আসরের মত এবারও বিপিএলে দুর্দান্ত খেলছেন রাইলি রুশো। রংপুর রাইডার্সের হয়ে গত আসরে ১৪ ম্যাচে একটি সেঞ্চুরিসহ সর্বোচ্চ ৫৫৮ রান করে ছিলেন। যা ছিল বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানও। এবার ৩ ইনিংসে এখন পর্যন্ত ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭২ রান করেছেন রুশো।

বিপিএলে ধারাবাহিকতা অব্যাহত রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘কোনো রহস্য নেই আসলে। আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন সেটা উপভোগ করতে হবে ও সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। আমি ভাগ্যবান যে এমন একটা দল পেয়েছি, যারা আমার পাশে আছে। আমি ক্রিকেট খেলাটা উপভোগ করি এবং ভালোবাসি। এখানে কোনো রহস্য নেই।’

রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৩১ বলে ৬৬ রান করেন রুশো। এ ইনিংস খেলার পথে হাফ-সেঞ্চুরি করে নেচে তা উদযাপন করেন তিনি। এ ব্যাপারে রুশো বলেন, ‘প্লে-স্টেশন ফিফা গেমে (ভিডিও গেম) ঠিক এমনই একটি উদযাপন রয়েছে। সেখান থেকেই শিখেছি। তাই ফিফটির পর সেভাবেই উদযাপন করলাম। অবশ্য সতীর্থদের আগেই বলে রেখেছিলাম, আজ বড় ইনিংস খেলতে পারলে এভাবেই উদযাপন করব।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজের জন্য এটিই সেরা সময় : হাবিবুল বাশার

মোস্তাফিজের জন্য এটিই সেরা সময় : হাবিবুল বাশার

খুশি নন মোস্তাফিজ

খুশি নন মোস্তাফিজ

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

বিশ্বকাপে না থাকায় অঝরে কাঁদলেন তাসকিন

বিশ্বকাপে না থাকায় অঝরে কাঁদলেন তাসকিন