পাঞ্জাবের নতুন অধিনায়ক অশ্বিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
পাঞ্জাবের নতুন অধিনায়ক অশ্বিন

আইপিএলের শুরু থেকেই অশ্বিন ছিলেন ধোনির নেতৃত্বাধীন চেন্নাইতে। মাঝে দুই বছরের নিষেধাজ্ঞা থাকায় নাম লিখিয়েছিলেন ধোনির দল পুনে। এবার আবারও আইপিএলে ফিরেছে চেন্নাই। তবে এবার এই স্পিনারকে ধরে রাখেনি দলটি। অশ্বিনও নাম লিখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। আর প্রথমবারের মত খেলতে এসে এই মৌসুমের দলটির অধিনায়কত্ব করবেন এই তারকা।

আইপিএলে এর আগে কখনও অধিনায়কত্ব না করলেও বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় তামিলনাড়ুর অধিনায়ক ছিলেন অশ্বিন। এদিকে অশ্বিনকে নিয়ে পাঞ্জাবের মেন্টর বীরেন্দর শেবাগ বলেন, এই বছর আমরা ভিন্ন কিছু করার চিন্তা করেছি। অশ্বিন খুবই বুদ্ধিমান এবং অন্য যে কোনো ব্যক্তির চেয়ে টি-টোয়েন্টি ভালোভাবে বোঝেন। তাই আমরা তাকে অধিনায়কত্বের জন্য যোগ্য মনে করেছি।

এর আগে ধারণা করা হচ্ছিল ঘরে ছেলে যুবরাজের হাতে উঠবে নেতৃত্বের আর্মব্যান্ড। এছাড়া লোকেশ রাহুল, অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলারের মতো ক্রিকেটারদের নামও শোনা যায়। তবে তাদেরকে টপকে শেষ পর্যন্ত অশ্বিনকেই পছন্দ করলো টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ৭.৬ কোটি রুপিতে অশ্বিনকে দলে ভেড়ায় পাঞ্জাব। এর আগে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত অশ্বিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন। ২০১৬ সালে রাইসিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন। আর এই মৌসুমে প্রথমবার কোনও আইপিএল দলে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া খেলবেন অশ্বিন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ছন্দে ফেরা মোস্তাফিজের টানা তৃতীয় হার

ছন্দে ফেরা মোস্তাফিজের টানা তৃতীয় হার

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

ইনজুরিমুক্ত নন সাকিব, শ্রীলঙ্কায় খেলা নিয়ে শঙ্কা

ইনজুরিমুক্ত নন সাকিব, শ্রীলঙ্কায় খেলা নিয়ে শঙ্কা