হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় কোর্টনি ওয়ালশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাথুরুসিংহে চলে যাওয়ার পর সিনিয়র খেলোয়াড়েরা ও বোর্ড মিলে ঠিক করেছিল শ্রীলঙ্কা সিরিজে মূল কোচের কাজটা তারা চালিয়ে নিতে পারবেন। এছাড়া ত্রিদেশীয় সিরিজে সাকিব-তামিমদের কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ‘টেকনিক্যাল ডিরেক্টর’ হিসেবে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের বাজেভাবে হারার পর বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন সুজন। নিজেও বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করেন। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে তাকে আর কোচের দায়িত্বে রাখা হয়নি। আগেও মতোই সুজন দায়িত্ব পালন করবেন টাইগারদের ম্যানেজার হিসেবে।

সোমবার এ ব্যাপারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেন, ‘এই সিরিজে (শ্রীলঙ্কায় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফি) ওয়ালশকেই কোচের ভূমিকায় রাখা হয়েছে। কোর্টনি ওয়ালশ অভিজ্ঞ কোচ। খেলোয়াড়রা সবাই তাকে মানবে। এই চিন্তা করেই ওয়ালশকে হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে।’

এদিকে শ্রীলঙ্কার মাটিতে ভারতকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়াও দলে ফিরলেন ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে শ্রীলংকা। আগামী ৬ মার্চ শ্রীলংকা-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৮ মার্চ। ফাইনালের আগে ডাবল লিগ পদ্ধতিতে চারটি করে ম্যাচ খেলবে শ্রীলংকা-ভারত ও বাংলাদেশ।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন অপু।


শেয়ার করুন :


আরও পড়ুন

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

ইনজুরিমুক্ত নন সাকিব, শ্রীলঙ্কায় খেলা নিয়ে শঙ্কা

ইনজুরিমুক্ত নন সাকিব, শ্রীলঙ্কায় খেলা নিয়ে শঙ্কা

সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

সাকিবকে সরিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি