দিল্লির দুইয়ে দুই, চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০
দিল্লির দুইয়ে দুই, চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার

দিল্লি ক্যাপিটালসের সাথে পেরে উঠতে পারল না চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে ফাফ ডু প্লেসিস ও কেদার যাদব লড়াই করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। আর চেন্নাইকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো দিল্লি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আইপিএলের সপ্তম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে পৃথ্বীর ৬৪, পান্টের ৩৭ ও ধাওয়ানের ৩৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ফাফ ‍ডু প্লেসিসের ৪৩ ও কেদার যাদবের ২৬ রানের পরও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে চেন্নাই।

ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। দুজনের উদ্বোধনী জুটিতে ৯৪ রান তুলছে তারা। ৩৭ রান করে চাওলার বলে ফিরে গেলে ভাঙে দুজনের ৯৪ রানের জুটি। ধাওয়ানের বিদায়ের পর ৪৩ বলে ৬৪ রান করে সাজঘরে ফিরেন পৃথ্বী শ’ও।

পৃথ্বী শ বিদায় নিলে রিশাব পান্টের সাথে দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আয়্যার। আয়্যার ২৬ রান করে ফিরে গেলে ভাঙে ৫৮ রানের জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নিয়েছেন চাওলা আর একটি উইকেট নিয়েছেন স্যাম কুরান।

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই। শুরু থেকেই ব্যাটম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তবে তিনে নামা ফাফ ডু প্লেসিস প্রথম ম্যাচের মতো চেষ্টা চালালেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। ৩৫ বলে ৪৩ রান করে সাজঘরে ফিরে গেলে কেদার যাদব কিছুটা হাল ধরার চেষ্টা করেন। যাদবের ২৬ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। দিল্লির হয়ে ৩ উইকেট নিয়েছে কাগিসো রাবাদা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দলে ২৮ জন

আইপিএলের ধারাভাষ্য দিতে এসে ভারতে মারা গেলেন ডিন জোন্স

আইপিএলের ধারাভাষ্য দিতে এসে ভারতে মারা গেলেন ডিন জোন্স

টাইগারদের করোনা টেস্ট স্থগিত, আসছেন না ভেট্টোরি

টাইগারদের করোনা টেস্ট স্থগিত, আসছেন না ভেট্টোরি

আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, ঢুকলেন হোল্ডার

আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, ঢুকলেন হোল্ডার