ডাবল সুপার ওভারে পাঞ্জাবের কাছে মুম্বাইয়ের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৯ অক্টোবর ২০২০
ডাবল সুপার ওভারে পাঞ্জাবের কাছে মুম্বাইয়ের হার

ছবি : বিসিসিআই

আইপিএলের চলমান আসরে প্রথমবারের মতো ডাবল সুপার ওভারের ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। রোববার (১৮ অক্টোবর) আসরের ৩৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে এ রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী হলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

দুই সুপার ওভারের দ্বিতীয়টি জয় তুলে প্রীতি জিনতার মুখে হাসি ফুটিয়েছে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। ৪০ ওভার শেষে ১৭৬ রানের স্কোর টাই হয়। এমনকি দুই দলের উইকেট হারানোর সংখ্যাটওি সমান ছিল। প্রত্যেক দল ৬টি করে উইকেট হারায়।
sportsmail24
প্রথম সুপার ওভার শেষেও স্কোর টাই। প্রথমে ব্যাট করে ৬ বলে ২ উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সও শেষ বলে রান আউটে কাটা পড়ায় ১ উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ করে। ফলে ম্যাচ আবারও টাই হয়।
sportsmail24
দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করে ১১ রানে স্কোর গড়ে। ১২ রানের লক্ষ্যে ব্যাট হাতে মাঠে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান ক্রিস গেইল। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি ককের ৫৩ ও কাইরন পোলার্ডের ১২ বলে ৩৪ রানের ঝড়ের ওপর ভর করে নির্ধারিত ২গ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবারে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থেকে যায় পাঞ্জাবের ইনিংস। ফলে ম্যাচটি টাইয়ে গড়ায়।
sportsmail24
এদিকে রোববার দিনের প্রথম ম্যাচটিও শেষ হয়েছে সুপার ওভারে। আইপিএলের ৩৫তম ম্যাচে সুপার ওভারে মাত্র ২ রান করা সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়ে দিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ, একই দিন দুই ম্যাচে তিনবার সুপার ওভারের খেলা দেখলো ক্রিকেট বিশ্ব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার ওভারে নিউজিল্যান্ডের যত ‘কান্না’

সুপার ওভারে নিউজিল্যান্ডের যত ‘কান্না’

সুপার ওভারে ২ রান, কলকাতার কাছে পরাস্ত হায়দরাবাদ

সুপার ওভারে ২ রান, কলকাতার কাছে পরাস্ত হায়দরাবাদ

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন ব্রাভো

দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন ব্রাভো