তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৯ অক্টোবর ২০২০
তামিম-মোস্তাফিজদের কাছে শিখছেন শরিফুল

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেসার শরিফুল ইসলাম। এ সুযোগে সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখছে। তামিম ইকবালসহ মোস্তাফিজ-সাইফুদ্দিনকে পেয়ে নানা জিজ্ঞাসা জেনে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান।

রোববার (১৯ অক্টোবর) প্রেসিডেন্স’স কাপে ম্যাচ না থাকায় নিজেদের অনুশীলন সেরেছে তামিম একাদশ। অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তা শরিফুল বলেন, ‘সিনিয়রদের সাথে ড্রেসিংরুম ভাগ করাটা শেখার জন্য দারুণ একটি সুযোগ। আমি এখান থেকে অনেক কিছু শিখে নিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে চাই।’

বিসিবি প্রেসিডেন্ট’স কাপে তামিম একাদশের হয়ে খেলছেন শরিফুল। এখন পর্যন্ত আশানুরূপ ফলই করেছেন তিনি। টুর্নামেন্টে নাজমুল একাদশের বিপক্ষে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিভা হিসেবে নিজেকে তুলে ধরেছেন শরিফুল।

তামিম একাদশে মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিনসহ অন্যান্য বোলারদের সাথে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন শরিফুল। ওই ম্যাচে মোস্তাফিজ ১৫ রানে ৩ উইকেট নেন। তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দেন শরিফুল।

সিনিয়র খেলোয়াদের প্রশংসা করে শরিফুল বলেন, তারা সবসময় তাকে সাহায্য করছে। বলেন, ‘আমার কাছে সিনিয়র খেলোয়াড়দের দারুণ লেগেছে। আমি সবসময় তাদের কাছে প্রশ্ন নিয়ে গেছি এবং তারা খুব ধৈর্য্য নিয়ে আমাকে প্রশ্নের উত্তর দিয়েছে। আমার প্রশ্নগুলো তাদের সমস্যা করে না। বরং তারা আমাকে সব সময় সহায়তা করতে প্রস্তুত।’

শরিফুল বলেন, ‘তামিম ভাই আমাকে সবসময়ই সাহায্য করেছেন। তিনি সবসময়ই আমার সাথে কথা বলেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন। বোলিংয়ের সময় আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং ব্যাটসম্যানের মানসিক অবস্থার বুঝতে সহায়তা করেছেন। মাঠের বাইরেও তিনি আমার খোঁজ-খবর রাখেন। আমি এমন মানুষগুলোর কাছে খুবই কৃতজ্ঞ।’

বোলিংয়ে দক্ষতা বাড়ানোর জন্য সিনিয়র বোলার মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন বিভিন্ন পরামর্শ দিয়েছেন বলেও জানান শরিফুল। বলেন, ‘আমি পেসার হওয়ার কারণে মোস্তাফিজ-সাইফুদ্দিন ভাইয়ের সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা অনেক বেশি সহায়ক হয়েছে। মোস্তাফিজ ভাই-সাইফুদ্দিন ভাই আমাকে বোলিংয়ে অনেক পরামর্শ দিচ্ছেন। তারা আমাকে অনেক অনুপ্রেরণাও দিচ্ছেন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমদের নাস্তানাবুদ করে মাহমুদউল্লাহদের জয়

তামিমদের নাস্তানাবুদ করে মাহমুদউল্লাহদের জয়

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

প্রথম ম্যাচেই হৃদয়-শুক্কুর-তাসকিন-রিশাদের বাজিমাত

প্রেসিডেন্ট’স কাপের একাদশে ১২ ক্রিকেটার

প্রেসিডেন্ট’স কাপের একাদশে ১২ ক্রিকেটার

মাহমুদউল্লাহদের গুড়িয়ে দিয়ে ফাইনালের পথে মুশফিক-আফিফরা

মাহমুদউল্লাহদের গুড়িয়ে দিয়ে ফাইনালের পথে মুশফিক-আফিফরা