আইপিএল নিলামে চার বাংলাদেশি, সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আইপিএল নিলামে চার বাংলাদেশি, সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের জন্য খেলোয়াড় নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নিলামে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যে থাকা ১১ ক্রিকেটারের মধ্যে আছেন সাকিব আল হাসান। এছাড়া তালিকায় থাকা ২৯২ জনের মধ্যে সাকিব ছাড়া নাম রয়েছে আরও তিন বাংলাদেশি ক্রিকেটারের।

ভিভো আইপিএল-২০২১ খেলোয়াড় নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি (সোমবার)। চেন্নাইয়ে সেই দিন ২৯২ জন ক্রিকেটারের মধ্য থেকে নিজেদের দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে প্রাথমিকভাবে ১১১৪ জন ক্রিকেটার আইপিএলে খেলার জন্য নিলামে নাম নিবন্ধন করেছিলেন। পরে আটটি ফ্র্যাঞ্চাইজি চাহিদার শর্টলিস্ট থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

নামের পাশাপাশি তালিকায় থাকা খেলোয়াড়দের ভিত্তিমূল্যও প্রকাশ করা হয়েছে। নিলামে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য থাকছে ১১ জন ক্রিকেটারের। সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম রয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের

নিলামে খেলোয়াড়দের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এ তালিকায় সাকিব ছাড়া বাকি ১০ জন হলেন- হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

সাকিব ছাড়া বাংলাদেশ থেকে আইপিএলের নিলামে স্থান পাওয়া তিনজন হলেন- মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের মধ্যে মোস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

রাজস্থানের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা

রাজস্থানের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা