রাজস্থানের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ২৬ জানুয়ারি ২০২১
রাজস্থানের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও অর্থ সংশ্লিষ্ট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জনপ্রিয় এ টুর্নামেন্টের ১৪তম আসরে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে রাজস্থান রয়্যালস।

রাজস্থানের গ্রুপ প্রধান নির্বাহী মাইক ফর্ডহাম এ বিবৃতিতে জানান, ‘খেলোয়াড় ও নেতা হিসেবে দুর্দান্ত ক্রিকেটীয় জ্ঞান নিয়ে আসছেন কুমার। তাকে দলে নিতে পেরে আমরা আনন্দিত এবং দলের খেলোয়াড়-কোচদের সাফল্য পেতে কুমার উদ্বুদ্ধ করবেন বলে আমরা আশাবাদী।’

আধুনিক যুগের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার কুমার। ১৬ বছরের ক্যারিয়ারে ২৮ হাজার রান করেছেন তিনি। এ ধরনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন কুমারও। তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় এ ক্রিকেট প্রতিযোগিতায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’

নিলামের জন্য অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে ছেড়ে দিয়েছে রাজস্থান। গত আসরে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্মিথকে ছেড়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

এদিকে করোনাভাইরাসের কারণে আইপিএলের ১৩তম আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও ১৪তম আসর নিজেদের মাঠেই অনুষ্ঠিত করবে বিসিসিআই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফসোস হচ্ছে না রায়নার

আফসোস হচ্ছে না রায়নার

২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

ধোনিকে যে পরামর্শ দিলেন সাঙ্গাকারা

ধোনিকে যে পরামর্শ দিলেন সাঙ্গাকারা