কোহলিদের প্রশংসায় বিদেশিদের সৌরভ গাঙ্গুলির ‘খোঁচা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৭ এপ্রিল ২০২১
কোহলিদের  প্রশংসায় বিদেশিদের সৌরভ গাঙ্গুলির ‘খোঁচা’

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস যখন আবারো তুঙ্গে, ঠিক এমনই এক সময়ে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৪তম আসর। আগামী ৯ই এপ্রিল থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ। 

করোনা থেকে রক্ষার জন্য জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করে সংশ্লিষ্টরা। তবে তারপরও খেলোয়াড় থেকে শুরু করে মাঠকর্মীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন।    জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে ক্রিকেটারদের বাইরে যাওয়ার কোনো সুযোগই থাকছে না। এর ফলে মানসিক ভাবে ক্রিকেটাররা বিপর্যস্ত হয়ে পড়ছেন। 

জৈব বলয়ে থেকে মাঠে ভালো পারফর্ম করা এবং মানসিক ভাবে শক্ত থাকা যে সহজ নয় সেটা জানেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলিও। তিনি বলেন,  'জৈব বলয়ে থাকার ফলে গত ৬-৭ মাসে ক্রিকেটারদের জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। মাঠ ও হোটেলের বাইরে অন্য কোথাও যাওয়ার সুযোগ মিলছে না কারো। এইরকম অবস্থায় থেকে মাঠে গিয়ে পারফর্ম করাটা সত্যিই অনেক চাপের। করোনা খেলোয়াড়দের জীবন আসলেই বদলে দিয়েছে।' 

জৈব বলয়ে থাকার ফলে ক্রিকেটারদের মাঝে যে মানসিক চাপের তৈরি হয় সেই চাপ অন্য যেকোন দেশের খেলোয়াড়দের চেয়ে ভারতের খেলোয়াড়েরা বেশি সহ্য করতে পারে বলে মত প্রকাশ করে গাঙ্গুলি বলেন, 'দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অনেক বিদেশিদের বিরুদ্ধে খেলেছি। তারা শুধু মানসিক চাপে থাকার অজুহাত দেয়। সেই জায়গা থেকে আমি বলব, আমাদের ভারতীয় ক্রিকেটারদের সহ্য ক্ষমতা অনেক বেশী।' 

করোনার ভয়কে জয় করে  সতর্ক থেকেই ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। সৌরভ গাঙ্গুলি বলেন, 'করোনার ভয় সব জায়গায় ই রয়েছে। জীবনে তাগিদে সেই ভয়কে মানসিক ভাবে জয় করে খেলাও চালিয়ে নিতে হবে।' 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল দিয়েই জাতীয় দলে ফেরার অপেক্ষায় তারা

আইপিএল দিয়েই জাতীয় দলে ফেরার অপেক্ষায় তারা

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

নিগার সুলতানার অপরাজিত সেঞ্চুরি, বাংলাদেশের টানা জয়

শিরোপা চান, নিজের লক্ষ্যও ঠিক করেছেন সাকিব

শিরোপা চান, নিজের লক্ষ্যও ঠিক করেছেন সাকিব

ফুটবলের দেশ পর্তুগালে শুরু হচ্ছে টি-১০ ক্রিকেট লিগ

ফুটবলের দেশ পর্তুগালে শুরু হচ্ছে টি-১০ ক্রিকেট লিগ