দিল্লির বিপক্ষে রাজস্থানের রোমাঞ্চকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৬ এপ্রিল ২০২১
দিল্লির বিপক্ষে রাজস্থানের রোমাঞ্চকর জয়

চলমান আইপিএলের নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। আসরে সপ্তম ম্যাচে হারের শঙ্কায় পরেও ডেভিড মিলারের পর ক্রিস মরিসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পেয়েছে রাজস্থান। এ জয়ে আসরে প্রথম পয়েন্টের দেখা পেল তারা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে দিল্লি ক্যাপিটালস। জয়দেব উনাদকাত ও মোস্তাফিজদের বোলিং তোপে অধিনায়ক ঋষভ পান্থ ছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেনি।

জয়দেব উনাদকাত ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি এবং মোস্তাফিজ চার ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজস্থানও দিল্লির বোলারদের তোপে পরে। ব্যাট হাতে প্রথম চার ব্যাটম্যান দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেনি। দলীয় ৪২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে রাজস্থান।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে রাহুল তেওয়াতিয়াকে নিয়ে রানের চাকা ঘুরান ডেভিড মিলার। দলীয় ৯০ রানে তেওয়াতিয়া চলে গেলেও মিলারের ব্যাট স্বপ্ন দেখে রাজস্থান। ১৬তম ওভারে সে স্বপ্ন আরও জোড়ালো করেন তিনি। আভেস খানের বলে পর পর দুই ছক্কা হাঁকান মিলার। তবে সেই ওভারেই আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচবন্দি হন।

১০৪ রানে মিলার চলে গেলে ম্যাচে ফিরে দিল্লি। তবে দিল্লি স্বপ্নকে ঘুড়িয়ে দেন ক্রিস মরিস। ১৮ বলে ৩৬ রান করে ২ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিন তিনি। তার এই ইনিংসে কোন চারের মার ছিল না, ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। অপর প্রান্তে মরিসকে যোগ্য সঙ্গ দেন বল হাতে দিল্লিকে ধসিয়ে দেওয়া জয়দেব উনাদকাত।

৭ বলে এক ছয়ে ১১ রানে অপরাজিত ছিলেন জয়দেব উনাদকাত। বল হাতে ৩ উইকেট নেওয়ার ব্যাট হাতের দারুণ দায়িত্ব পালনে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

এ জয়ে আসরে প্রথমবারের মতো পয়েন্ট পেল রাজস্থান। নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাবের ছুড়ে দেওয়া ২২২ রানের বিশাল টার্গেট তাড়া মাত্র ৪ রান দূরে থেকে হারলে হয়েছিল রাজস্থান রয়্যালসের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল দিল্লি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিংহাসন হারানোর দিনে মেজাজও হারালেন কোহলি, করা হলো সতর্ক

সিংহাসন হারানোর দিনে মেজাজও হারালেন কোহলি, করা হলো সতর্ক

হায়দরাবাদকে শূন্যতে রেখে শীর্ষে উঠলো ব্যাঙ্গালোর

হায়দরাবাদকে শূন্যতে রেখে শীর্ষে উঠলো ব্যাঙ্গালোর

স্যামসনের রান না নেওয়াটা সঠিক ছিল : সাঙ্গাকারা

স্যামসনের রান না নেওয়াটা সঠিক ছিল : সাঙ্গাকারা

নতুন মাইলফলকে ক্রিস গেইল

নতুন মাইলফলকে ক্রিস গেইল