নিলামের পর হায়দরাবাদ থেকে সরে দাঁড়ালেন সাইমন ক্যাটিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
নিলামের পর হায়দরাবাদ থেকে সরে দাঁড়ালেন সাইমন ক্যাটিচ

দিন কয়েক আগেই অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। ফ্রাঞ্চাইজিগুলো গুছিয়ে নিয়েছে নিজেদের স্কোয়াড। এরপরেই সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব ছেড়েছেন সহকারী কোচ সাইমন ক্যাটিচ।

আইপিএলের নিলামে ফ্রাঞ্চাইজির সাথে মতে মিল না হওয়ায় ক্যাটিচ দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। এছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা তা এখনও নিশ্চিত করেনি কেউই।

মেগা নিলাম নিয়ে হায়দরাবাদের সাথে যে পরিকল্পনা করেছিলেন সেটার প্রতিফলন না ঘটাতেই দায়িত্ব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের সাথে কোচ কিংবা খেলোয়াড়দের দ্বন্দ্বের বিষয়টি নতুন কিছু নয়।

এর আগে আইপিএলের ১৪তম আসরে মৌসুমের মাঝপথে অধিনায়কত্ব হারান অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এমনকি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তাকে একাদশেই রাখেনি দলটি। জানানো হয়েছিল, ফর্মে না থাকায় একাদশে জায়গা হারিয়েছেন তিনি। তবে এ অজুহাতকে ভুল প্রমাণ করেন ওয়ার্নার। আইপিএলের পর পরই অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন তিনি।

আইপিএলের ১৫তম আসরের আগে ওয়ার্নারকে ধরে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। এ ঘটনার পর দলটির কোচিং প্যানেল থেকে সরে দাঁড়িয়েছিলেন কোচ ট্রেভর বেলিস এবং সহকারী কোচ ব্রাড হ্যাডিন।

তাদের সরে দাঁড়ানোর পর এই দুই পদে নিয়োগ পান টম মুডি এবং সাইমন ক্যাটিচ। তবে দলের সাথে মতের অমিল হওয়ায় টুর্নামেন্ট শুরুর এক মাস আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

১৫তম আসরের আগে হায়দরাবাদের সাথে যুক্ত হলেও এর আগে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সহকারি কোচের ভূমিকায় ছিলেন ক্যাটিচ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলতে পারলে ভালো লাগতো : অ্যারন ফিঞ্চ

আইপিএল খেলতে পারলে ভালো লাগতো : অ্যারন ফিঞ্চ

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার

আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না ক্রিকেটাররা : গাভাস্কার

উইলিয়ামসনের সাথে খেলা মিস করবো : ওয়ার্নার

উইলিয়ামসনের সাথে খেলা মিস করবো : ওয়ার্নার

আইপিএলে কলকাতার নতুন অধিনায়ক আইয়ার

আইপিএলে কলকাতার নতুন অধিনায়ক আইয়ার