তাসকিনকে না পেয়ে মুজারাবানিকে নয়, টাইকে দলে নিলো লক্ষ্ণৌ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৪ মার্চ ২০২২
তাসকিনকে না পেয়ে মুজারাবানিকে নয়, টাইকে দলে নিলো লক্ষ্ণৌ

ফাইল ফটো

ইংল্যান্ডের মার্ক উডের ইনজুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে ভেড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের চলমান সিরিজ থাকায় আইপিএলের ছাড়পত্র পাননি তাসকিন। টাইগার পেসারকে না পেয়ে অবশেষ ১ কোটি রুপি দিয়ে অস্ট্রেলিয়ার এন্ড্রু টাইকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।

চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কনুইয়ের ইনজুরিতে পড়েন উড। আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামে উডকে ৭ দশমিক ৫ কোটি রুপিতে দলে নিয়েছিল লক্ষ্ণৌ। তবে ইনজুরি কারণে আইপিএল খেলতে পারছেন না উড।

তাসকিন না যাওয়ায় লক্ষ্মৌ সুপার জায়ান্টস জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে ভেড়াচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি আর হলো না। উডের ইনজুরি এবং তাসকিনের খেলতে না যাওয়ায় কপাল খুলেছে টাইয়ের।

আইপিএলে এর আগে খেলার অভিজ্ঞতা আছে টাইয়ের। ২০১৮ সালের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন টাই। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৮ দশমিক ৪৬ গড়ে ৪০ উইকেট নিয়েছেন তিনি। ডেথ ওভারে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে বিবেচনা করা হয় টাইকে। বিগ ব্যাশের সর্বশেষ আসরের ফাইনালে মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।

লক্ষ্ণৌ দলে পেসার হিসেবে আছেন আইপিএলের গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি আবেশ খান, শ্রীলংকার দুশমন্থ চামিরা এবং অঙ্কিত রাজপুত। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার আছেন জেসন হোল্ডার, কাইল মায়ার্স ও মার্কাস স্টয়নিস।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে বাংলাদেশের পুরো সমর্থন একাই পাওয়ার আশা মোস্তাফিজের

আইপিএলে বাংলাদেশের পুরো সমর্থন একাই পাওয়ার আশা মোস্তাফিজের

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল

শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল