ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ০৭ এপ্রিল ২০২২
ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স

প্যাট কামিন্সের আসল পরিচয় তিনি একজন ফাস্ট বোলার। টুকটাক ব্যাটিংও পারেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে খেলতে নেমেই ব্যাট হাতে যা দেখালেন তা স্রেফ অবিশ্বাস্য। দ্রুততম ফিফটি করে দলকে এনে দিলেন জয়। এমন ইনিংসে খেলে এখনো ঘোর কাটছে না কামিন্সের্!

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ১৪ বলে অর্ধশতকের ঘর ছুঁয়েছেন কামিন্স। যা কিনা আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। তার আগে এই রেকর্ডের একমাত্র ভাগিদার ছিলেন লোকেশ রাহুল। কামিন্সের ইনিংসের সুবাদে চার ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় কলকাতা।

ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘এই ইনিংসে আমিই সবচেয়ে বেশি অবাক হয়েছি। আমি আনন্দিত যে দল জিতেছে। আমি ভেবে রেখেছিলাম যে আমার এলাকায় বল পেলেই আমি মারবো। আমি এরচেয়ে বেশি অতিরিক্ত চিন্তা করিনি।’

অস্ট্রেলিয়ান অধিনায়ক আরও বলেন, ‘এই আসরে আমার প্রথম খেলায় অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমি শুধু বাউন্ডারি হাঁকিয়ে রান তুলতে চেয়েছিলাম। মেগা নিলামের পর গত বছর থেকে অনেক পরিবর্তন রয়েছে। আমাদের দলটি বেশ ভারসাম্য। অনেক তরুণ প্রতিভাকে পেয়ে ভালো লাগছে।’

কামিন্সের এমন ইনিংস দেখে অবাক কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ারও। তিনি বলেন, ‘অসাধারণ! সে (কামিন্স) যেভাবে বল মারছিল তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। কারণ গতকাল নেটে সে বার বার বোল্ড হচ্ছিল। আমি তখন তার পাশে নেটে ব্যাটিং করছিলাম।’

কামিন্সের এমন ইনিংসে স্রেফ হতবাক মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত বলেন, ‘সে আসবে এবং এমন খেলবে তা কখনোই আশা করিনি! সে যেভাবে খেলেছে তার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়। খেলা ১৫তম ওভার পর্যন্ত আমাদের হাতেই ছিল কিন্তু কামিন্স যেভাবে খেলেছে তা হজম করা কঠিন।’

বুধবার (৬ এপ্রিল) রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ১৬১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও সাতে নামা কামিন্সের ঝড়ে সহজ জয় পায় কলকাতা। ১৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন কামিন্স।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

কামিন্স ঝড়ে উড়লো কলকাতা, হারের বৃত্তে মুম্বাই

কামিন্স ঝড়ে উড়লো কলকাতা, হারের বৃত্তে মুম্বাই

ধোনির  ক্রিকেটীয় দক্ষতা দেখে বিস্মিত ইশান

ধোনির ক্রিকেটীয় দক্ষতা দেখে বিস্মিত ইশান

৯ এপ্রিল থেকে ম্যাক্সওয়েলকে পাচ্ছে ব্যাঙ্গালুরু

৯ এপ্রিল থেকে ম্যাক্সওয়েলকে পাচ্ছে ব্যাঙ্গালুরু

আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল

আমি জানি, আমি কী করতে পারি: আন্দ্রে রাসেল