আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৩ মে ২০২২
আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল; বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লিগের জনপ্রিয়তা এখন এতটাই যে, টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব কিনতে বিশ্বখ্যাত বহুজাতিক সংস্থাগুলোর মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে গুগল এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠান।

গুগলের অ্যালফাবিট ইঙ্ক সংস্থা আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সেই সঙ্গে আরও অনেক সংস্থা ক্রিকেট পাগল ভারতের কোটি টাকার লিগের প্রতি নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা, যাদের ইউটিউবের মতো ওয়েবসাইট রয়েছে তারাও বিসিসিআই-এর বোর্ডের থেকে দরপত্র নিয়েছে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড- বিসিসিআই-এর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার সুপারস্পোর্টও আইপিএলের দরপত্র নিয়েছে। এছাড়া অ্যামাজন, ওয়াল্ট ডিজনি, মুকেশ অম্বানির রিলায়েন্স, সোনি গ্রুপ, জি এন্টারটেইনমেন্ট, ড্রিম ইলেভেনের মতো সংস্থাও বোর্ডের কাছ থেকে ইতিমধ্যে দরপত্র কিনেছে।

আইপিএলের প্রতি গুগলের আগ্রহ প্রকাশ করায় এটা বুঝিয়ে দিচ্ছে যে, বিশ্বজুড়ে আইপিএল নিয়ে কতটা আলোচনা হয় এবং তা কতটা জনপ্রিয় ইভেন্ট। দেশটির প্রিমিয়ার লিগ এবং জাতীয় ফুটবল লিগের পরেই সব থেকে বেশি দর্শক রয়েছে আইপিএলে। ভারতীয় বোর্ড সূত্রের মতে, গত বছর আইপিএলের ১৪তম আসর দেখেছে ৬০ কোটি মানুষ।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইপিএলের মূল্য প্রায় ৫৫ হাজার কোটি টাকা। চলতি বছর ২০২৩ থেকে ২০২৭ সালের পর্যন্ত আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করবে বোর্ড। সেখানেই হুমড়ি খেয়ে পড়েছে বিশ্বখ্যাত কোম্পানিগুলো। তবে শেষ পর্যন্ত তার হাতে উঠবে আইপিএলের সম্প্রচারস্বত্ব তা সময়েই বলে দেবে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দশ দল নিয়ে নতুন নিয়মে মাঠে গড়ালো আইপিএল

দশ দল নিয়ে নতুন নিয়মে মাঠে গড়ালো আইপিএল

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে আগ্রহী আইপিএলের চার দল

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে আগ্রহী আইপিএলের চার দল

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি