সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হলেন লারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হলেন লারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের নতুন কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।অস্ট্রেলিয়ার টম মুডির স্থলাভিষিক্ত হওয়া ছাড়াও প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন লারা।

গত আসরে মুডির অধীনে আইপিএলে বাজে পারফরমেন্স করে হায়দারাবাদ। মৌসুমে তিন ম্যাচ জিতে দশ দলের মধ্যে তলানির থেকে আসর শেষ করেছিল তারা। ফলে এবার কোচ পাল্টে ফেললো মোস্তাফিজদের সাবেক এই দলটি।

২০২৩ সালের আইপিএলে হায়দরাদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লারা। এবারই প্রথম কোনো টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এ কিংবদন্তী।

শনিবার (৩ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে লারাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে হায়দারাবাদ। টুইট বার্তায় তারা জানায়, ‘আসন্ন আইপিএল মৌসুমে আমাদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা।’

গত আসরে হায়দারাবাদের ব্যাটিং কোচ ছিলেন লারা। ২০১৩ সাল থেকে আইপিএলে হায়দরাবাদের দায়িত্ব পালন করছেন মুডি। তার অধীনে ২০১৬ সালে আইপিএলের শিরোপা জিতেছিল হায়দারাবাদ। আর ২০১৮ সালের আসরে ফাইনাল খেলেছিল হায়দারাবাদ।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের নতুন ফ্র্যাঞ্চাইজি আসর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন মুডি। নতুন বছরের জানুয়ারি থেকে শুরু হবে ছয় দলের ওই প্রতিযোগিতা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড ভেঙে লারার অভিনন্দন পেলেন বুমরাহ

রেকর্ড ভেঙে লারার অভিনন্দন পেলেন বুমরাহ

সাকিবদের ভুল ধরিয়ে দিলেন লারা

সাকিবদের ভুল ধরিয়ে দিলেন লারা

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা

রশিদ উইকেট শিকারী বোলার নন: লারা

রশিদ উইকেট শিকারী বোলার নন: লারা