সাকিবদের ভুল ধরিয়ে দিলেন লারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ এএম, ১৫ এপ্রিল ২০২১
সাকিবদের ভুল ধরিয়ে দিলেন লারা

টি-টোয়েন্টির এই যুগে ১৫২ রান বড় কিছু নয়, আর সেটি যদি হয় আইপিএলের ম্যাচ তাহলে বলা যায়, ১৫২ রান মানে অল্প'ই। তবে সেই অল্প রান তাড়া করেও জেতার সুযোগ হাতছাড়া করেছে কলকাতা। দলের এমন হতাশাজনক পারফরমেন্সে ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসমান ও ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্রায়ান লারা। 

আইপিএলের চলমান আসরে মঙ্গলবার (১৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ১৫২ রান তাড়া করতে নেমে ১০ রানে হেরে গেছে সাকিবের কলকাতা। লারা অভিমত, কলকাতা ব্যাটসম্যানদের মাঝে গা ছাড়া ভাব এসে গিয়েছিল। এছাড়া এমন বড় মঞ্চে ব্যাটসম্যানদের আর্র দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

লারা বলেন, 'আমরা ভালো শুরু করেছি, ম্যাচ জিতে যাব-এমনটা ভাবা যাবে না। আপনাকে অবশ্যই দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে। দেখতে হবে কোন  বোলারটা এই পিচে আপনার জন্য বিপদজনক। লেগ স্পিনাররা সহজেই বাঁ-হাতি ব্যাটসম্যানদের উইকেট নিয়ে নিচ্ছে, ব্যাটসম্যানদের দিক থেকে এটা ঠিক নয়।' 

শুরুটা ভালো হলেও মাঝে একই সাথে মরগান, গিল, ত্রিপাতি, সাকিব অল্প সময়ের ব্যবধানে আউট হয়ে গেলে চাপে পড়ে যায় কলকাতা। লারা মনে করেন, দ্রুত ম্যাচ জয়ের একটা তাড়া কাজ করছিল ব্যাটসম্যানদের মাঝে, যে কারণে তারা বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছিল। 

ব্রায়ান লারা বলেন, ‘পিচটা ছিল স্লো পিচ। এমন পিচে ক্রিজে নেমেই হিট করার সুযোগ নেই। আপনাকে সময় নিতে হবে এবং ধীরে রান তাড়া করতে হবে।’ 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার হতাশাজনক পারফরমেন্সে ক্ষমা চেয়েছেন শাহরুখ

কলকাতার হতাশাজনক পারফরমেন্সে ক্ষমা চেয়েছেন শাহরুখ

ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে বললেন মরগান

ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে বললেন মরগান

পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

সহজ লক্ষ্যকে কঠিন করে হারলো কলকাতা

সহজ লক্ষ্যকে কঠিন করে হারলো কলকাতা