লিটনের অপেক্ষা আরও দীর্ঘ হলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৩
লিটনের অপেক্ষা আরও দীর্ঘ হলো

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লি (আইপিএল) খেলতে ভারতে গেছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। জাতীয় দলের খেলা থাকায় আইপিএলের শুরু থেকে দলের সাথে যুক্ত হতে পারেননি। তবে দল কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হলেও একের পর এক ম্যাচে একাদশের বাইরেই থাকতে হচ্ছে।

রোববার (১৬ এপ্রিল) চলমান আইপিএলের ২২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা। এ ম্যাচেও একাদশে সুযোগ পাননি লিটন দাস। যদিও ম্যাচের আগে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাসে ধারণা তৈরি হয়েছিল আজকের ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হতে পারে লিটন দাসের।

মুম্বাইয়ের বিপক্ষে চার বিদেশির মধ্যে জায়গা হয়নি লিটন দাসের। ফলে প্রথমবারের মতো আইপিএল খেলতে যাওয়া লিটনের অভিষেকটা আরও দীর্ঘায়িত হলো।

একই দলের হয়ে খেলার কথা ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে জাতীয় দলের খেলা এবং পারিবারিক কারণে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব। ফলে সাকিবের পরিবর্তে নতুন একজনকে দলে নিয়ে নেয় কলকাতা।

শুধু লিটন দাস নয়, মোস্তাফিজুর রহমানকেও প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে একাদশের বাইরে রাখা হয়েছিল। যদিও দিল্লি ক্যাপিটাল্সের সর্বশেষ দুই ম্যাচে সুযোগ পেয়েও বল হাতের নিজের নামের বিচার করতে পারেননি ফিজ। প্রথম ম্যাচ একটি উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে ৩ ওভার বল করে বিনা উইকেটে ৪১ রান দিয়ছেন তিনি।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সব সময় উপেক্ষা করায় ক্ষোভ জেড়েছেন মাশরাফি বিন মর্তুজা। সম্পতি আইপিএল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নেই। মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে একের পর এক ম্যাচে বসিয়ে রেখেছে। তারা আসলে বাংলাদেশের ভক্তদের ব্যবহার করে।”


শেয়ার করুন :