টাকার জন্য সাকিবদের সঙ্গ ছাড়ছেন ধাওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৮
টাকার জন্য সাকিবদের সঙ্গ ছাড়ছেন ধাওয়ান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলে থাকেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। একই দলে খেলেন বাংলাদেশের সাকিব আল হাসানও। তবে আইপিএলের দ্বাদশ আসরে তাদেরকে আর এক দলে এক সাথে দেখা যাবে না।

হায়দারাবাদ ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসে পাড়ি জমাচ্ছেন ধাওয়ান। ১১ বছর পর দিল্লিতে ফিরছেন ধাওয়ান। দিল্লির হয়েই আইপিএলের প্রথম আসরে খেলতে নেমেছিলেন ধাওয়ান।

মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জাস হয়ে সানরাইজার্স হায়দারাবাদে যোগ দেন তিনি। ২০১৩ সালে ৫ কোটি ২০ লাখ রুপিতে ধাওয়ানকে দলে নেয় হায়দারাবাদ। কিন্তু গতআসরে ওই অর্থের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেন ধাওয়ান।

অর্থের পরিমাণে মোটেও খুশি নন তিনি। ফলে আসন্ন আসরে ধাওয়ানকে আর দলে রাখতে চাইছে না হায়দারাবাদ। তবে ধাওয়ানকে দলে নেয়ার জন্য চেষ্টা করেছিল বেশক’টি ফ্র্যাঞ্চাইজি। শেষমেষ পুরনো ক্লাব দিল্লিতেই ফিরছেন তিনি।

সানরাইজার্স হায়দারাবাদের হয়েই আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেছেন ধাওয়ান। ৯১ ইনিংসে ৩৫ দশমিক ০৩ গড়ে ২৭৬৮ রান করেছেন তিনি। গেল আসরে ৩৫ দশমিক ৫০ গড়ে ৪৯৭ রান ছিল ধাওয়ানের ব্যাটে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জয়

ভারতের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জয়

ক্রিকেটারদের প্রতি অসি অধিনায়কের বার্তা

ক্রিকেটারদের প্রতি অসি অধিনায়কের বার্তা

কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন হেসন

কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন হেসন

ধোনিকে কোহলির কতটা প্রয়োজন জানালেন গাভাস্কার

ধোনিকে কোহলির কতটা প্রয়োজন জানালেন গাভাস্কার