স্মিথের আশা ছেড়ে দিচ্ছে রাজস্থান?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯
স্মিথের আশা ছেড়ে দিচ্ছে রাজস্থান?

ফাইল ছবি

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দুই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয় স্মিথের। এবার প্রশ্ন উঠেছে আসন্ন আইপিএলে দেখা যাবে কি অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ককে?

আগের একটি কনুইয়ের চোট ছিল স্মিথের। তাই তিনি অস্ত্রোপচারের জন্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরে যান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন স্মিথ। আজ (মঙ্গলবার) স্মিথের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তারপর আগামী ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

আপরদিকে, মার্চের ২৩ তারিখ থেকে ভারতে হবে আইপিএলে। স্মিথের রাজস্থান রয়্যালসের হয়ে খেলা কথা রয়েছে। তবে এসময় যদি তিনি পুরোপুরি সুস্থ না হন, তাহলে হয়তো আইপিএলেও দেখা যাবে না তাকে।

ফলে ধারণা করা হচ্ছে রাজস্থান রয়্যালস মোটামুটি স্মিথের আশা ছেড়েই দিচ্ছে। ফলে ফ্র্যাঞ্চাইজিটিকে এখন খুঁজতে হবে স্মিথের মতো কাউকে এমনটাই জানা গেছে ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমস্’র এক প্রতিবেদনে।

রাজস্থান রয়্যালসে স্মিথ ছাড়া বিদেশী খেলোয়াড় হিসেবে রয়েছেন বেন স্টোকস, ওশান থমাস, জস বাটলার, জোফরা আর্চারসহ বেশ কয়েক জন। তবে স্মিথের অনুপস্থিতি ফ্র্যাঞ্চাইজিটি কিভাবে অন্য কেউকে দিয়ে পূরণ করাবেন, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছরের জন্য নির্বাসিত হয়েছেন স্মিথ এবং ওয়ার্নার। ২৮ মার্চ স্মিথের নির্বাসন উঠবে। কিন্তু অস্ত্রোপচারের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে তার।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে ফেরা হচ্ছে না স্মিথের

বিপিএলে ফেরা হচ্ছে না স্মিথের

ভারতেই অনুুষ্ঠিত হবে আইপিএলের আসর

ভারতেই অনুুষ্ঠিত হবে আইপিএলের আসর

ভারতের বাইরে হতে পারে আইপিএলের আসর

ভারতের বাইরে হতে পারে আইপিএলের আসর

এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো

এ পগবাকেই উপেক্ষা করতেন মরিনহো

প্রথমবারের মতো অভিভাবকহীন আইপিএল

প্রথমবারের মতো অভিভাবকহীন আইপিএল