দিল্লীর বিপক্ষে খেলবেন কি সাকিব?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৯
দিল্লীর বিপক্ষে খেলবেন কি সাকিব?

ফাইল ছবি

চলতি আইপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। এর মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি তিনি। ৪২ রানে ১ উইকেট। এরপরই দল থেকে ছিটকে যান।

দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে একাদশে ফেরানো হয় কেন উইলিয়ামসনকে। তৃতীয় ম্যাচে অবশ্য নিউজিল্যান্ড অধিনায়ককেও বসে থাকতে হয়। তার জায়গায় দলে নেয়া হয় মোহাম্মদ নবিকে। ওই ম্যাচে ১১ রানে ৪ উইকেট নেন আফগান তারকা।

হায়দরাবাদ স্কোয়াডে আছেন আট বিদেশি ক্রিকেটার। এই আট ক্রিকেটারের চারজন সুযোগ পাবেন একাদশে। ম্যাচ খেলতে সাকিবকে তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই যেতে হচ্ছে।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ডেভিড ওয়ার্নার। স্পিন অলরাউন্ডার ও আইসিসির বিশ্বসেরা অলরাউন্ডার রশিদ খানও আছেন অবিশ্বাস্য ফর্মে। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন খেললে জনি বেয়ারস্টো কিংবা সাকিব দুজনের একজনকে বাদ পড়তে হবে। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গায় একরকম পাকাই করে রেখেছেন ইংলিশ উইকেটকিপার। প্রথম সুযোগ পেয়ে নবিও যা পারফর্ম দেখিয়েছেন তাতে সাকিব তো বটেই একাদশে ফেরা কঠিন হবে উইলিয়ামসনেরও।

এদিকে, আইপিএলে টানা দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা সাকিবকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আখ্যায়িত করেছেন হায়দরাবাদ মেন্টর ভিভিএস লক্ষ্মণ। শুধু হায়দরাবাদের নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যই সাকিবকে মূল্যবান খেলোয়াড় বলে অভিহিত করেন তিনি।

সাকিবের ভূয়সী প্রশংসা করে লক্ষ্মণ বলেন, ‘হ্যাঁ, সে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কেবল আমাদেরই নয়, টাইগারদের জন্যও মহাগুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সঙ্গে কাজ করার সুবিধা আছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

আরেকটি বিশ্বকাপ জয় চান শচীন

আরেকটি বিশ্বকাপ জয় চান শচীন

দুর্নীতি বিরোধী লড়াইয়ে ইন্টারপোলের দ্বারস্থ আইসিসি

দুর্নীতি বিরোধী লড়াইয়ে ইন্টারপোলের দ্বারস্থ আইসিসি

মুম্বাইয়ের কাছে হেরে শীর্ষস্থান হারালো ধোনির চেন্নাই

মুম্বাইয়ের কাছে হেরে শীর্ষস্থান হারালো ধোনির চেন্নাই

টানা চার হার কোহলির ব্যাঙ্গালুরুর

টানা চার হার কোহলির ব্যাঙ্গালুরুর