পা হারিয়েছি কিন্তু ক্রিকেট জ্ঞান তো হারাইনি : মোলস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ এএম, ১৫ জুন ২০২০
পা হারিয়েছি কিন্তু ক্রিকেট জ্ঞান তো হারাইনি : মোলস

‘এমআরএসএ বাগ’ নামক ব্যাকটেরিয়ার কবলে পড়ে বা’ পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে হয়েছে আফগানিস্তানের সাবেক হেডকোচ ও বর্তমান ‘ডিরেক্টর অব ক্রিকেট’ অ্যান্ডি মোলসকে। এই কাটা পা নিয়েই নিজের দায়িত্ব পালন করে যেতে চান তিনি।

২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সফরে সামনে রেখে আবুধাবিতে প্রস্তুতি সারে আফগানরা। আর সেখানেই ঘটে বিপত্তি।

৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে প্রায় পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটেছিলেন তিনি। পরে দেখেন তার বা’ পায়ের একটি অংশের চামড়া উঠে গেছে। পরে ডাক্তারের শরণাপন্ন হলে তার বা’ পায়ের ছোট আঙুলটি কেটে ফেলার পরামর্শ দেন। কয়েকদিন আগেই জানা যায় যে, তার পায়ে ‘এমআরএসএ বাগ’ নামক ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। তার ফলস্বরূপ বা’ পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়।

তারপর তার কাটা অংশে কৃত্রিম পা লাগানো হয়। শুরুতে একটু কষ্ট হলেও সময়ের সাথে সাথে কৃত্রিম পায়ে চলাফেরা মানিয়ে নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, এই মূহুর্তে আমি আমার নতুন পায়ে চলাফেরা করে অভ্যস্ত হচ্ছি। আমরা সবকিছু ঠিকঠাকই চলছে। কিছুটা সমস্যা হয়, হালকা ব্যথাও করে তবে গুরুতর কিছু নয়। তবে আমি নতুন কৃত্রিম পায়ের সাথে অভ্যস্ত হয়ে উঠতেছি। আমি আমার পদে বহাল থেকে ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আফগানিস্তানের সাথে যোগাযোগ করছি এবং কাজ চালিয়ে যাচ্ছি।

কোচিংয়ে ফেরার ব্যাপারে তিনি বলেন, আমি কি করতে পারি তা নিয়ে আমার সন্দেহ নেই। আমি আমার পা হারিয়ে ফেলছি কিন্তু মস্তিষ্ক ও ক্রিকেট জ্ঞান হারাইনি। আমি আমার কাজে মোটেও বাধা দেখছি না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সফর শর্তে নয়, ইসিবি আর্থিক সহায়তা করেছিল : স্কেরিট

সফর শর্তে নয়, ইসিবি আর্থিক সহায়তা করেছিল : স্কেরিট

পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড

পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড

‘ইংল্যান্ডে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান’

‘ইংল্যান্ডে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান’

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড