পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ১৪ জুন ২০২০
পাকিস্তানকে উড়িয়ে নিতে অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করবে ইংল্যান্ড

ফাইল ছবি

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের হাত ধরে করোনা পরবর্তী আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবিয়ানরা থাকাকালিন অবস্থায় ইংল্যান্ডে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।

ম্যাচ সূচি এখনও চূড়ান্ত না হলেও তা খুব শীঘ্রই জানতে পারবে বলে আশা করছে পিসিবি। করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে মানতে হচ্ছে বেশ কিছু বিধি-নিষেধ। করোনার প্রভাব থেকে রক্ষা পেতে বিমান যাত্রাতেও থাকছে কঠোর নিয়ম।

নিরাপত্তার খাতিরে চাটার্ড বিমানে ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে প্রকাশিত খবর অনুযায়ী, চাটার্ড বিমানে পাকিস্তান ক্রিকেদ দলকে উড়িয়ে নিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) খরচ হবে প্রায় অর্ধ মিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

ইংল্যান্ডে পৌঁছানোর পর ৫ আগস্ট ম্যানচেস্টার যাওয়ার আগে বার্মিংহামে ১৪ দিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। যার কারণে জুলাইয়ের প্রথম সপ্তাহেই ইংল্যান্ডের উদ্দেশ্য রওনা  দেবে পাকিস্তান। এছাড়া দেশের মাটিতে ‘বায়ো-সুরক্ষা’ ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় অনুশীলন ক্যাম্প বাতিল করে পিসিবি।

দেশের মাটিতে অনুশীলন করতে না পারায় কয়েকদিন আগেই ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে ইসিবির সাথে আলোচনা চালিয়েছে পিসিবি। ডেইলি মেইলের মতে, নতুন তারিখ অনুযায়ী ২৬-২৯ জুনের মাঝে ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে উঠতে পারে পাকিস্তান। সেখানে গিয়েই নিজেদের অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল।

নতুন তারিখ অনুযায়ী চাটার্ড বিমানের ব্যবস্থা করছে ইসিবি। পাকিস্তানকে এতো টাকা খরচ করে উড়িয়ে নেওয়ার কারণও রয়েছে। পাকিস্তানের সফর থেকে প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন পাউন্ড আয় করবে ইসিবি। ফলে চাটার্ড বিমানের জন্য অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করতেও বেগ পেতে হচ্ছে না ইসিবিকে।

প্রতিবেদন অনুসারে, ম্যানচেস্টারে হতে পারে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হবে সাউদাম্পটনে। সাউদাম্পটনেই ১৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মাঝে হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘ইংল্যান্ডে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান’

‘ইংল্যান্ডে করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান’

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড

বাংলাদেশের বিপক্ষে সহকারী হলেও এবার মূল কোচ হচ্ছে কলিংউড

স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে অস্ট্রেলিয়া

স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে অস্ট্রেলিয়া

দলের প্রয়োজনে আবারও টেস্টে ফিরতে চান ওয়াহাব রিয়াজ

দলের প্রয়োজনে আবারও টেস্টে ফিরতে চান ওয়াহাব রিয়াজ