জুনেই মিলছে সালমা-জাহানারাদের পুরো বছরের বেতন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৬ জুন ২০২০
জুনেই মিলছে সালমা-জাহানারাদের পুরো বছরের বেতন

ফাইল ছবি

করোনার কারণে খেলাধুলা বন্ধ থাকায় ঘরে বসে বন্দি সময় পার করছে ক্রিকেটাররা। খেলাধুলা না থাকায় কতিপয় কয়েকজন ক্রিকেটাররা ব্যতীত আর্থিক সঙ্কটে বেশিরভাগ ক্রিকেটারই। তাই তো চলতি জুনে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের পুরো বছরের বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (জুন ১৫) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ। তিনি জানিয়েছেন, সবসময়ই নারী ক্রিকেটারদের বেতন একসঙ্গে দেওয়া হয়। তবে করোনার জন্য এবার সেটা আগেই দেওয়া হবে।

তওহিদ বলেন, ‘এটা (এক সঙ্গে বেতন দেওয়া) আমরা নিয়মিত করে থাকি। যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের প্রতিমাসে বেতন দিতেই হয় আমাদের। ছেলেরা ওদের বেতন প্রতি মাসে নেয়। মেয়েদের বেতন যেহেতু কম ছেলেদের চেয়ে, তাই ওদের বেতন প্রতিমাসে না দিয়ে একবারে দিয়ে দেই, যাতে তারা কিছু একটা করতে পারে। এটা আমরা সবসময় করি।’

তিনি আরও বলেন, ‘যখন থেকে নারী দলের যে কজন প্লেয়ারকে চুক্তির আওতায় আনা হয়েছে তখন থেকেই আমরা বছরের বেতন একবারে দিয়ে দেই। আমরা চেষ্টা করছি এবার জুনের মধ্যেই দিয়ে দিতে। কারণ দেশের যে অবস্থা তাতে সবারই টাকা প্রয়োজন। তো আমরা পদক্ষেপ নিয়েছি এবার জুনের মধ্যেই সবার বেতন দিয়ে দিব।’

করোনার এমন পরিস্থিতিতে শুরু থেকেই নারী ক্রিকেটারদের পাশে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার শুরুতে গত মার্চে বিসিবির প্রিমিয়ার লিগের সিলেকশন ক্যাম্পে থাকা সকল নারী ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে সহায়তা দিয়েছিল বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

রুদ্ধদার স্টেডিয়ামে সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন মুশতাক

সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন মুশতাক

ক্রিকেট নিয়ে টাইগারদের সাথে কোয়াবের বৈঠক

ক্রিকেট নিয়ে টাইগারদের সাথে কোয়াবের বৈঠক

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ