ক্রিকেট নিয়ে টাইগারদের সাথে কোয়াবের বৈঠক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৬ জুন ২০২০
ক্রিকেট নিয়ে টাইগারদের সাথে কোয়াবের বৈঠক

ফাইল ছবি

এক করোনা ভাইরাসই যেন সবকিছু ওলট-পালট করে দিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ইংল্যান্ড সফরে গেলেও সফর নিয়ে শঙ্কিত অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো। জুলাই মাসে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের।করোনার কারণে সফরে যাওয়া না যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এদিকে করোনার জেরে ভারতের শ্রীলঙ্কা সফর স্থগিত করলেও এখন পর্যন্ত সফর নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ক্রিকেটাররা। চারিদিকে এখন আলোচনা মানেই যেন লঙ্কা সফর আর ডিপিএল আয়োজন নিয়ে।

শ্রীলঙ্কা সফরে ক্রিকেটারদের ভাবনা ও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে জাতীয় দলের ক্রিকেটার ও প্রথম শ্রেণির শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার নিয়ে রোববার (১৪ জুন) এক অনলাইন আড্ডার আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

আলোচনা শেষে সিদ্ধান্ত আসে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ সবারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে।ডিপিএলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত আসে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায় কোয়াব।

উল্লেখিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোয়াবের নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন। আর ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমিরুল কায়েস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, জহুরুর ইসলাম অমি, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ

নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পিসিবিকে কানেরিয়ার অনুরোধ

মাঠে ফিরতে মরিয়া স্টোকস

মাঠে ফিরতে মরিয়া স্টোকস

ব্র্যাডম্যানের পর কোহলি হতে পারে সর্বকালের সেরা : সাঙ্গাকারা

ব্র্যাডম্যানের পর কোহলি হতে পারে সর্বকালের সেরা : সাঙ্গাকারা

ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ

ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ