আইসিসির কাছে ঋণ চেয়েছে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮
আইসিসির কাছে ঋণ চেয়েছে জিম্বাবুয়ে

আর্থিক অনটনে পাকিস্তান ক্রিকেট দলকে জিম্বাবুয়ের আথিথেয়তা দেওয়ার বিষয়টিও এখন আশঙ্কার মধ্যে পড়ে গেছে। এ অবস্থায় আর্থিক অনটন থেকে মুক্তি পেতে আইসিসির কাছে ঋণ চেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ)।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি সংবাদ মাধ্যমকে জানান, পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরের সূচি এখনো অটুট আছে। এ সফর আয়োজনে তারা আইসিসি’র কাছে ঋণের জন্য আবেদন করেছে।

তিনি বলেন, ‘তারা আমাদের বলেছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে। প্রত্যাশা করছে আইসিসি তাদের সহায়তায় এগিয়ে আসবে।’

আগামী আগস্টে পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর করার কথা রয়েছে। শেঠি বলেন, জিম্বাবুয়ে যদি পাকিস্তানকে আথিথেয়তা দিতে ব্যর্থ হয় তাহলে তারা দলের জন্য বিকল্প কোন ব্যবস্থা নিবে। তবে কোন সিরিজ আয়োজন করবে না।

পাকিস্তানকে সঙ্গে নিয়ে আগস্টে একটি ত্রিদেশীয় ওয়ানডে কাপ টুর্নামেন্ট আয়োজনের জন্যও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে রাজি করানোর চেষ্টা করছে। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে দারুন আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিদাদির জন্য গত বছর আন্দোলনে নেমেছিল জিম্বাবুয়ের ক্রিকেটার এবং বোর্ডের কর্মচারীরা। পাকিস্তানের জিম্বাবুয়ে সফরসূচিতে রয়েছে দুটি টেস্ট, ৫টি ওডিআই ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ ম্যাচেও আফগানিস্তানের বড় জয়

শেষ ম্যাচেও আফগানিস্তানের বড় জয়

ক্রিকইনফোর বর্ষসেরায় নেই সাকিব-তামিমরা

ক্রিকইনফোর বর্ষসেরায় নেই সাকিব-তামিমরা

ক্রিকেট বিশ্বকে কোহলির হুমকি

ক্রিকেট বিশ্বকে কোহলির হুমকি

কোহলিতে মজেছে দুই পাকিস্তানি নারী

কোহলিতে মজেছে দুই পাকিস্তানি নারী