লাবুশানকে ধরে রাখলো গ্লামোরগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ এএম, ২২ জুন ২০২০
লাবুশানকে ধরে রাখলো গ্লামোরগান

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ডান’হাতি ব্যাটসম্যান মার্নাস লাবুশেনের সাথে চুক্তির মেয়াদ বাড়ালো ইংলিশ কাউন্টির দল গ্লামোরগান। ২০২২ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকবেন এই অজি ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছে গ্লামোরগান ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে ২০২০ ও ২০২১ সালের জন্য ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ ছিলেন লাবুশেনে। কিন্তু করোনাভাইরাসের কারণে চলতি বছরের মৌসুমটি এখনও শুরু হতে পারেনি। তাই কার্ডিফের ক্লাবটিতে এ বছর আর খেলতে আসতে চান না লাবুশেনে।

ক্লাবের ওয়েবসাইটে লাবুশেনে জানান, ‘প্রথম বছর খেলার পর ২০২০ সালে গ্লামোরগানের চুক্তিটি এক বছর বাড়ানোর সিদ্ধান্তটা সহজ ছিল। তাই আমি পরের দু’বছর ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। গ্লামোরগান আমার প্রথম বছর ক্লাব। ক্লাবের ড্রেসিংরুমের পরিবেশ আমার দারুণ পছন্দ হয়েছে এবং আমি আবারও ক্লাবের হয়ে খেলার প্রত্যাশায় আছি।’

গত মৌসুমে কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ১,১১৪ রান করেছিলেন লাবুশেন । এর মধ্যে পাঁচটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি ছিল তার।

গ্লামোরগানের হয়ে তার ওই পারফরম্যান্সে অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেতে সহয়তা করে। স্টিভের স্মিথের পরিবর্তে টেস্ট ক্রিকেটের প্রথম কনকাশন সাব হিসেবে খেলতে নেমে ওই সিরিজে ৫০ দশমিক ৪২ গড়ে ৩৫৩ রান করেন লাবুশেনে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী সিইও চান পেরি

ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী সিইও চান পেরি

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চিন্তা করছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চিন্তা করছে আইসিসি

অস্ট্রেলিয়ার স্কটল্যান্ড সফর স্থগিত

অস্ট্রেলিয়ার স্কটল্যান্ড সফর স্থগিত

কর্মী ছাঁটাই করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মী ছাঁটাই করলো ক্রিকেট অস্ট্রেলিয়া