পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৫ এপ্রিল ২০২২
পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তান সফর চলাকালীনই অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন বেশ উপভোগ করেছিলেন এই সফর। সফর শেষে এবার নিজের মুগ্ধতার কথা জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্নাস ল্যাবুশেন। 

পাকিস্তানে নিজের দারুণ ছন্দে দেখাতে না পারলেও ব্যাট হাতে রান পেয়েছিলেন মার্নাস ল্যাবুশেন। এরপরেও পাকিস্তান সফরকে অসাধারণ বলে অ্যাখ্যায়িত করেছেন তিনি। তার মতে, অস্ট্রেলিয়া দলকে পাকিস্তানি জনগণ সাদরে গ্রহণ করেছে।

ল্যাবুশেনের ভাষ্য, “অসাধারণ এক সফর ছিল। অস্ট্রেলিয়া দলকে পাকিস্তানি মানুষ সাদরে গ্রহণ করেছে। কিছু ম্যাচে দর্শকদের কোলাহলে তো মনে হয়েছে, দেশের মাটিতেই খেলছি।”

পাকিস্তান সফর শেষে দেশটি নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে বলে জানান এই ক্রিকেটার। এমনকি পাকিস্তান নিয়ে তার যে প্রত্যাশা ছিল, সেটি ছাড়িয়ে গেছে বলেও মনে করেন তিনি।

মার্নাস ল্যাবুশেন বলেন, “এ অভিজ্ঞতা আসলে চোখ খুলে দেয়ার মতো। কোনো দেশে যাওয়ার আগে আপনার অনেক ধারণা হয়তো তৈরি হবে, পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছিল। আপনি মনে মনে একটা ছবি আঁকবেন, মানুষেরা কেমন। তবে নিশ্চিতভাবেই আমার সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে ।”

পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুইটিতে ড্র করেছিল দু’দল। তৃতীয় ম্যাচ জিতে টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে অজিদের। এছাড়াও একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছে সফরকারীরাই। এই রকম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সিরিজেও বেশ উচ্ছ্বসিত ল্যাবুশেন। 

বলেন, “মাঠের ক্রিকেটের লড়াইটা ছিল কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দারুণ সময় কেটেছে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে। এমনকি আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক যখন ব্যাটিং করছিল ভালো সময় কেটেছে আমার।”

তিনি আরও বলেন, “দারুণ লড়াই হবে, আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এমন একটা সিরিজের রোমাঞ্চই অন্য রকম। উপভোগও করা যায়। কী ঘটল, মাঠের বাইরে এসব নিয়ে হাসাহাসি করতে পারবেন তখন।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেফ ভন

অস্ট্রেলিয়ার সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেফ ভন

ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ নিয়োগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে পিসিবির আয় ২০০ কোটি রুপি

অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে পিসিবির আয় ২০০ কোটি রুপি

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ জশ ইংলিশ

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ জশ ইংলিশ