গম্ভীরের কটাক্ষের জবাব দিলেন কটরেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ২৩ জুন ২০২০
গম্ভীরের কটাক্ষের জবাব দিলেন কটরেল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের নিলাম অনুষ্ঠিত হয় গত ডিসেম্বরে। যেখানে নিলামে বেশ উপরের দিকেই ছিল ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেলে দাম। বাঁ-হাতি এই ক্যারিবিয়ানকে ৮.৫ কোটি টাকায় দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পঞ্জাবের ডিরেক্টর অনিল কুম্বলের ভরসা ছিল তার উপরেই। সেই কারণেই কটরেলকে নেয় পাঞ্জাব।

কিন্তু এর পরই প্রশ্ন উঠতে থাকে পাঞ্জাবের স্ট্র্যাটেজি নিয়ে। কটরেলের জন্য এত অর্থ ব্যয় করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে শুরু হয় চর্চা। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর এই ব্যাপারেই মন্তব্য করেছিলেন। নিলামে ক্রিস মরিস ও প্যাট কামিন্সকে পাওয়ার লড়াইয়ে ছিল পাঞ্জাব। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই পায়নি তারা। গম্ভীরের মতে, সেই কারণেই কটরেলকে নিয়েছেন কুম্বলেরা।

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দু’বার আইপিএল জয়ী গম্ভীর বলেছিলেন, ‘আমার মনে হয় হতাশা থেকেই অনিল কুম্বলে দলে নিয়েছিল কটরেলকে। কারণ, পাঞ্জাব ক্রিস মরিস বা প্যাট কামিন্সকে পায়নি। যখন চাহিদা বেশি কিন্তু যোগান কম, তখন এমন ধরনের ঘটনা ঘটে।’

গম্ভীরের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কটরেল বলেন, ‘গম্ভীর কি সত্যিই এটা বলেছে? আমি জানতাম না এই ব্যাপারে। পারফরম্যান্সই কথা বলে আমার হয়ে। জানি না গম্ভীর কেন এমন কথা বলতে গেলেন। কিংস ইলেভেন পাঞ্জাবের সদস্য হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আইপিএলে যে কোনও দলের কাছেই আমি মূল্যবান বলে নিশ্চিত ভাবে মনে করি।’

২০১৩ সালে টেস্টে অভিষেক হয়েছিল কটরেলের। কিন্তু চোটের জন্য ভুগতে হয়েছিল তাকে। ৩০ বছর বয়সী এখনও পর্যন্ত দুই টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলেছেন। যেখঅনে যথাক্রমে ২, ৪৯ ও ৩৬টি উইকেট নিয়েছেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শচীনের বিদায়ী টেস্টে আবেগাপ্লুত হয়েছিলেন ক্যারিবীয় দুই ক্রিকেটার

শচীনের বিদায়ী টেস্টে আবেগাপ্লুত হয়েছিলেন ক্যারিবীয় দুই ক্রিকেটার

পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

পেস আক্রমণ পরিবর্তনের প্রয়োজন দেখছেন না গ্যাব্রিয়েল

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

নিজেকে ফিরে পেতে হেইন্সের শরণাপন্ন ব্র্যাথওয়েট

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ

ইংল্যান্ড সফরে নিজেকে ফিরে পেতে চান শাই হোপ