ভারত এখনও ক্রিকেট উপযোগী নয় : রাহুল দ্রাবিড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ এএম, ২৩ জুন ২০২০
ভারত এখনও ক্রিকেট উপযোগী নয় : রাহুল দ্রাবিড়

প্রাণঘাতি করোনাভাইরাস পরবর্তী ফুটবল শুরু হলেও ক্রিকেট এখনও মাঠে ফেরেনি। তবে জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সূচি রয়েছে। এছাড়া শ্রীলঙ্কা তাদের মাটিতে ক্রিকেট ফেরানোর চেষ্টা করলেও বাংলাদেশ-ভারত বেশ দূরে রয়েছে।

বাংলাদেশ-ভারতের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। প্রতিদিনই নতুন নতুন সংক্রামণের তথ্য আসছে। এ অবস্থায় ক্রিকেটারদের খেলতে নামা তো দূরের কথা; মাঠের প্রস্তুতিও শুরু করা সম্ভব হয়নি। দেশ দুটির ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারেদর কোন নির্দেশিকাও দেওয়া হয়নি।

এদিকে বাংলাদেশের তুলনায় ভারতে করোনা পরিস্থিতি বেশি সঙ্কটময়। দেশটিতে সুস্থতার হার বাড়লেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ ফেরানো নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয় বলে মনে করেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

দ্য উইকে ক্রিকেট নিয়ে আলোচনা প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ‌‘আমার মনে হয় না এখনই আমরা ক্রিকেট ফেরানোর পরিস্থিতিতে রয়েছি। ধৈর্য ধরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।’

তিনি বলেন, ‘আমাদের এক একটা মাস ধরে এগুনো উচিত। সব রকম বিকল্পের দিকে তাকানো দরকার। আমাদের ঘরোয়া মৌসুম সচরাচর আগস্ট-সেপ্টেম্বরে শুরু হয়। সেটা যদি অক্টোবরে শুরু করা হয়, তবে তা ছোট করা যায় কি-না দেখতে হবে।’

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান দ্রাবিড় আরও বলেন, ‘এই মুহূর্তে সবকিছুই অনিশ্চিত। এপ্রিল থেকে জুন পর্যন্ত এনসিএ অত্যন্ত ব্যস্ত থাকে। বয়সভিত্তিক ক্রিকেট দলগুলোর ট্রেনিং চলে এই সময়ে। তবে এবার আমাদের নতুন করে সব সাজাতে হবে।’

করোনা পরিস্থিতি জন্য অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ-সহ ভারতের জনপ্রিয় আইপিএল খেলা নিয়েও শঙ্কা রয়েছে। তবে দেশের মাটিতে না হোক, বিদেশের মাটিতে হলেও আইপিএল আয়োজনের চিন্তা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

ভারতে এখন পর্যন্ত (রোববার, ২১ জুন) ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৩ হাজর ৭০৩ জন এবং ভালো হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫২ জন। এছাড়া দেশটিতে প্রতিদিনই নতুন নতুন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ পাতানোদের অধিকাংশই ভারতের : আইসিসি

ম্যাচ পাতানোদের অধিকাংশই ভারতের : আইসিসি

ভারত-চীনের উত্তেজনা, আইপিএলের স্পন্সরশীপ নিয়ে পর্যালোচনা

ভারত-চীনের উত্তেজনা, আইপিএলের স্পন্সরশীপ নিয়ে পর্যালোচনা

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার