বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৯ জুন ২০২০
বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিসিসিআই

আয়োজক অস্ট্রেলিয়া যেখানে চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে, সেখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল।

এক ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘টুর্নামেন্ট আয়োজন করতে অপারগ বলে জানিয়ে দিয়েছে আয়োজক দেশ। তাই আইসিসির খুব বেশি কিছু করার নেই। জানি না ওরা কেন দেরি করছে। এটা আইসিসির সিদ্ধান্ত তবে ওরা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চাইবে তখনই হবে। তবে এই সিদ্ধান্ত দ্রুত হওয়াই বিশ্ব ক্রিকেটের পক্ষে ভাল।’

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস মঙ্গলবার (১৬ জুন) জানিয়ে দেন যে, করোনাভাইরাসের জেরে ১৬টি দেশকে নিয়ে বিশ্বকাপ করা খুব কঠিন।

আইসিসি অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত জুলাইয়ে নেবে বলে ঠিক করেছে। বিসিসিআই এই ব্যাপারে আইসিসির থেকে দ্রুত সিদ্ধান্ত চাইছে। কারণ, তা হলেই আইপিএলের আয়োজন নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়ে আইপিএল আয়োজন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল বলেছিলেন, সেপ্টেম্বর-অক্টোবরে সে ক্ষেত্রে আইপিএল হতে পারে। আর তা হওয়ার ক্ষেত্রে ভারতই প্রথম পছন্দ।

তিনি আরও বলেন, ‘যদি বিশ্বকাপ না হওয়ার কথা নিশ্চিত ভাবে জানা যায়, তবে আমরা সেই সময় আইপিএলের কথা ভাবব।’ আইপিএল কোথায় হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমস্ত বিকল্পগুলোই ভাবা হচ্ছে। যেখানে ক্রিকেটারদের পক্ষে বেশি নিরাপদ হবে, সেখানেই করা হবে আইপিএল।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জিং হবে : রোহিত

অস্ট্রেলিয়ায় গোলাপি বলের টেস্ট চ্যালেঞ্জিং হবে : রোহিত

অধিনায়ক হিসেবে ব্যর্থ কোহলি : গম্ভীর

অধিনায়ক হিসেবে ব্যর্থ কোহলি : গম্ভীর

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ