মারা গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ এএম, ০১ জুলাই ২০২০
মারা গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের সময় দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন খালিদ ওয়াজির। তার চেয়ে কম বয়সে ওই সময় অভিষেক হয়েছিল হানিফ মোহাম্মদের। বার্ধক্যজনিত কারণে মারা গেলেন পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার ওয়াজির। যুক্তরাজ্যের চেস্টারে ৮৪ বছর বয়সে মারা যান পাকিস্তানের হয়ে ২টি টেস্ট খেলা ওয়াজির।

১৯৫২ সালে প্রথম টেস্ট খেলে পাকিস্তান। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ছিল সেটি। ভারতের পর ১৯৫৪ সালে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টেস্ট সিরিজ খেলে পাকিস্তান। সিরিজটি ছিল ইংল্যান্ডের মাটিতে। সেই দলের সদস্য ছিলেন ওয়াজির। লর্ডসে ওই সিরিজের প্রথম টেস্ট দিয়েই অভিষেক হয় তার।

ওই সিরিজে দু’টি টেস্ট খেলেন ওয়াজির। কিন্তু সুবিধা করতে পারেননি তিনি। ৩ ইনিংসে মাত্র ১৪ রান করেন ওয়াজির। কিন্তু ওই চার ম্যাচের সিরিজে ইংল্যান্ডের সাথে ১-১ সমতায় শেষ করে পাকিস্তান। তাই ওই সিরিজটি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে ওই সময় পাকিস্তানের সিরিজ ড্র করা অনেক কিছু বটে।

আর ওাই সিরিজে মাত্র দু’টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে জাতীয় দলে সুযোগ পান ওয়াজির। শেষ পর্যন্ত ১৮টি প্রথম শ্রেনির ক্রিকেটে ব্যাট হাতে ২৭১ রান ও ১৪টি উইকেট শিকার করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের পর আরও জাতীয় দলে ডাক পাননি ওয়াজির।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

পাকিস্তানের চেয়েও বাংলাদেশের ব্যাটিং বেশি পরিণত : আকিব জাভেদ

পিসিবির করোনা পরীক্ষা নিয়ে রশিদ লতিফের সন্দেহ

পিসিবির করোনা পরীক্ষা নিয়ে রশিদ লতিফের সন্দেহ

আর্চারকে ‘বড় হুমকি’ মনে করছেন ইউনিস

আর্চারকে ‘বড় হুমকি’ মনে করছেন ইউনিস

ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ জিততে চান আজহার

ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ জিততে চান আজহার