সাকিবকে চ্যালেঞ্জ ছুড়লেন সাইফুদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ এএম, ০৪ জুলাই ২০২০
সাকিবকে চ্যালেঞ্জ ছুড়লেন সাইফুদ্দিন

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে ক্রীড়া ইভেন্ট। অন্যান্য খেলার ন্যায় ক্রিকেটও বন্ধ থাকায় বাসায় থেকেই নিজেদের ফিটনেস ঠিক রাখার পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন টাইগার ক্রিকেটারার। এর মাঝে বিভিন্ন সামাজিক কাজেও জড়িত রয়েছেন তারা।

এদিকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ভিন্নরকম চ্যালেঞ্জ ছুড়লেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ গ্রহণও করেছেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে সাকিব মাঠে ফিরলেন এ চ্যালেঞ্জের মুখোমুখি হবেন দুই টাইগার ক্রিকেটার।

মোহাম্মদ সাইফুদ্দিনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটি হলো- সাকিবের বিপক্ষে ২ ওভার বল করবেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিপরীতে সাকিবকে ২২ রান করতে হবে।

দু’জনের মজার এ চ্যালেঞ্জের বিষয়টি মোহাম্মদ সাইফুদ্দিন নিজেই জানিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ফেসুবকে নিজের ভেরিফায়েড পেজে মোহাম্মদ সাইফুদ্দিন জানান, ‘আজকে (শুক্রবার) সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে।’
sportsmail24মোহাম্মদ সাইফুদ্দিন ও সাকিব আল হাসানের চ্যাটিং স্ক্রিনশট

তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো সাকিব ভাইও (Shakib Al Hasan) চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপর আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’

ম্যাচ ফিক্সিংয়ের অফার পেয়ে তা গোপন করার অপরাধে এক বছরের জন্য সকল প্রকার ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ রয়েছেন সাকিব আল হাসান। আইসিসির এ নিষেধাজ্ঞা থেকে চলতি বছরের (২০২০ সাল) ২৯ অক্টোবর মুক্ত হবেন সাকিব।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

অবসর নিয়ে সাকিবের ভিন্ন পরিকল্পনা

অবসর নিয়ে সাকিবের ভিন্ন পরিকল্পনা

ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন

ভয়হীন সাইফুদ্দিন স্মরণীয় করতে চান প্রত্যাবর্তন