অবসর নিয়ে সাকিবের ভিন্ন পরিকল্পনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৫ জুন ২০২০
অবসর নিয়ে সাকিবের ভিন্ন পরিকল্পনা

এখনও অসবর নেওয়ার সময় হয়নি তার, নিঃসন্দেহে আরও ৩/৪ বছর জাতীয় দলের হয়ে খেলে যেতে পারবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে অবসর নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি। সমসাময়িক তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সাথে একই সময়ে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে অনলাইন আড্ডায় সাকিব জানান, একই দলে থাকলেও তামিম-মুশফিকের সাথে দারুণ প্রতিযোগিতা চলে সাকিবের। কেউ একজন রান করলে অন্য দু’জন তাকে ছাড়িয়ে যেতে মুখিয়ে থাকেন।

সাকিব বলেন, ‘আমাদের তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয় এবং সেটা দলের স্বার্থেই হয়। আমাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বীতা সেটি খুবই ইতিবাচক। যা দলের জন্যই ভালো। আমাদের মধ্যে কেউ একশো রান করলো, অন্যের চিন্তা থাকে নিজের স্কোরটা ১২০ করার। বাংলাদেশের হয়ে আমাদের পরিসংখ্যানও কাছাকাছি। এমনই আমাদের প্রতিদ্বন্দ্বীতা।’

প্রায় একই সময় আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তামিম-মুশফিক ও সাকিব। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দিয়েই স্পটলাইটে আসেন তারা। বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সেরা তিন খেলোয়াড় তারা। তাদের হাত ধরে বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয়ও পেয়েছে।

বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। তিনি জানান, একত্রে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তামিম-মুশফিকের সাথে বসে অতীত দিনগুলোর মধুর স্মৃতিচারণ করতে চান।

সাকিব বলেন, ‘আমার মনে হয় আমাদের তিনজনের জন্য দারুণ সময় আসবে তখনই, যখন আমরা এক সাথে অবসরে যাবো। এক জায়গায় বসে একদিন স্মৃতিচারণ করবো। বাংলাদেশের হয়ে আমরা কি কি করেছি, কেমন করেছি, কি অর্জন করেছি, সেগুলো নিয়ে কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘আমরা সেই অনূর্ধ্ব-১৫ দল থেকেই এক সাথে খেলছি। এখনও আমরা একসাথে খেলছি এবং আশা করছি, এক সাথে আরও কয়েকটা বছর আমরা খেলতে পারবো। পরবর্তীতে বসে আমরা বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করেছি, তা নিয়ে কথা বলতে পারবো।’

জুয়াড়ির তথ্য গোপন করায় বর্তমানে সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ আছেন সাকিব। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এই তিনজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সাকিব বলেন, ‘এই মুর্হূতে আমরা ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছি। যেটা কি-না দেশের ক্রিকেট ও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জন্য এখন কেবল তাকানোর পালা। আশা করি কয়েক বছর পরে আমরা পেছনে দেখবো এবং চিন্তা করবো, আমরা কি করেছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ স্থগিত

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ স্থগিত

নতুন দশক মাতাবেন যে ২০ ক্রিকেটার

নতুন দশক মাতাবেন যে ২০ ক্রিকেটার

ক্রিকেটারদের জন্য আসছে বিসিবির নির্দেশনা

ক্রিকেটারদের জন্য আসছে বিসিবির নির্দেশনা

টেস্ট খেলতে চাই না, এটি সত্য নয় : মোস্তাফিজ

টেস্ট খেলতে চাই না, এটি সত্য নয় : মোস্তাফিজ