আর্চারের পাশে দাঁড়ালেন স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ১৯ জুলাই ২০২০
আর্চারের পাশে দাঁড়ালেন স্টোকস

করোনাভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভঙ করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর তিন ঘণ্টা আগে দল থেকে ছিটকে পড়েন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। নিয়ম ভঙ করায় আর্চারকে এমন শাস্তি দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে আর্চারের পাশে দাঁড়াতে ভুল করেননি বেন স্টোকস।

আর্চারের এমন কান্ডে চলছে সমালোচনা, চলছে তার প্রতি সহানূভূতিও। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিং তো রীতিমত ইসিবির প্রটোকল নিয়ে প্রশ্ন তুলেছেন। ইংল্যান্ড জাতীয় দলের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্পিনার অ্যাশলে গাইলসও আর্চারের সমালোচনা করেছেন। তিনি বলেন, আর্চার কাজটি ঠিক করেনি। তার ভুলের জন্য আমাদের সকল আয়োজন ভেস্তে যেতো। বোর্ডকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তো

তবে আর্চারের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ও সিরিজের প্রথম টেস্টে অধিনায়কত্ব করা বেন স্টোকস। পুরো দলকে আর্চারের পাশে দাঁড়াতে আহবান জানান তিনি।

স্টোকস বলেন, ‘আমাদের সবার উচিত আর্চারের পাশে দাঁড়ানো ও তাকে সমর্থন দেওয়া। সে ভুল করে এখন আলোচনার কেন্দ্রে আছে। তাই সে চাপে পড়েছে। তবে আমাদের নিশ্চিত করতে হবে, সে যেন চাপে না পড়ে। দলের জন্য সবচেয়ে ভুল কাজ হবে যদি আরও পাঁচ বা ছয় দিন পর তার সাথে দেখা করি এবং তাকে একা করে দেওয়া হয়। তাকে একা করা যাবে না। তাকে সব সময়ই আমাদের উৎসাহ দিতে হবে।’

আর্চারের খারাপ সময়ে তার পাশে থাকতে চান স্টোকস। তিনি বলেন, ‘যখন সবকিছু ভালো যায় তখন মানুষও পাশে থাকে। কিন্তু যখন কারও খারাপ সময় যায়, তখন তার সহায়তার দরকার হয়। তখনই পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। আমরা সকলেই তার পাশে থাকবো।’

টিম বাসে সকল খেলোয়াড়ের একত্রে ভ্রমণ করাটা ঝুঁকিপূর্ণ হওয়ায়, ক্রিকেটারদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের পরামর্শ দেয় ইসিবি। কিন্তু আর্চার সেখানেই ঝামেলাটা করেন। প্রথম টেস্টের ভেন্যু সাউথ্যাম্পটন থেকে দ্বিতীয় টেস্টের স্টেডিয়াম ম্যানচেস্টারে আসার পথে ব্রাইটনে নিজের বাসায় পরিবারের সাথে সময় কাটিয়ে দলে যোগ দেন আর্চার।

কিন্তু ইসিবির নির্দেশ ছিল, এই পরিস্থিতিতে পরিবার-বন্ধু বা অন্য কারও সাথেই দেখা করা যাবে না। কিন্তু নিয়ম ভঙ করেন আর্চার। তাই জৈব সুরক্ষা নিয়ম ভঙ করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন ডান-হাতি পেসার আর্চার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চলে গেলেন অজিদের সাবেক টেস্ট অধিনায়ক ব্যারি জার্মান

চলে গেলেন অজিদের সাবেক টেস্ট অধিনায়ক ব্যারি জার্মান

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা

বিসিসিআইকে ৪৮০০ কোটি রুপি জরিমানা

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

এখনও ভারতের হয়ে টেস্টে রান করতে পারব : গাঙ্গুলি

এসএসসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে মাহেলা

এসএসসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে মাহেলা