ম্যাক্সওয়েল-স্যান্টনারের চোখে আইপিএল বিশ্বকাপের টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৩ জুলাই ২০২০
ম্যাক্সওয়েল-স্যান্টনারের চোখে আইপিএল বিশ্বকাপের টুর্নামেন্ট

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সিদ্বান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপ না হলেও, আইপিএল যে হচ্ছে তাতেই খুশি বিশ্ব ক্রিকেটে খেলোয়াড়রা। বিষয়টা এমন দাঁড়িয়েছে, দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানোর অবস্থা। সেই স্বাদের কথাই জানালেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

নিজ দেশের সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, ‘নিজেদের ঘরের মাঠে যখনই হোক বিশ্বকাপ, আপনি সব সময়ই খেলার জন্য প্রস্তুত থাকবেন। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনেক পরিকল্পনা করেছি। বিশ্বকাপ না হওয়াটা আনন্দের নয়। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে মেনে নিতে হচ্ছে। তবে খুশির খবরও তো থাকছে। আইপিএল তো হচ্ছে। এটা নিয়েও তো অনিশ্চিয়তা ছিল।’

‘আইপিএল নিয়ে আমি অনেক বেশি উচ্ছসিত। আমি অপেক্ষায় আছি, ভ্রমণ এবং কোয়ারেন্টাইনের মধ্যে কীভাবে কী করতে হবে এবং করা যাবে না। যদি স্বাস্থ্য সুরক্ষার জন্য সব ব্যবস্থা থাকে, তাহলে আমরা সেখানে আইপিএল খেলতে যেতে প্রস্তুত। বিদেশীদের জন্য দারুণ একটি সুযোগ এই আইপিএল। এটা বিশ্বকাপের মতোই সেরা আসর। তবে ছোট পরিসরে হয় এটি। আমি আইপিএল খেলতে যেতে চাই।’

ম্যাক্সওয়েলের সুরে কথা বললেন নিউজিল্যান্ডের বাঁ’হাতি স্পিনার মিচেল স্যান্টনারও। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে যতগুলো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়, তার মধ্যে আইপিএলই সেরা। অবিশ্বাস্য একটা টুর্নামেন্ট আইপিএল। বিশ্বকাপের মত সেরা একটি টুর্নামেন্ট। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে সুযোগ পাওয়ার পর আমি উত্তেজিত ছিলাম। এ রকম টুর্নামেন্ট খেলতে পারাটা সৌভাগ্যের বিষয়।’

sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রটোকল ভাঙায় বর্ণবাদের ‘শিকার’ হয়েছেন আর্চার

প্রটোকল ভাঙায় বর্ণবাদের ‘শিকার’ হয়েছেন আর্চার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীপালি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীপালি

আয়ারল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন পার্কিনসন

আয়ারল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন পার্কিনসন

কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের, করতে পারবে অনুশীলন

কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের, করতে পারবে অনুশীলন