করোনা নেগেটিভ হয়ে ইংল্যান্ড যাচ্ছেন রউফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ৩১ জুলাই ২০২০
করোনা নেগেটিভ হয়ে ইংল্যান্ড যাচ্ছেন রউফ

এক মাস আগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন পাকিস্তান ক্রিকেট দলের ডান'’হাতি পেসার হারিস রউফ। যার ফলে ইংল্যান্ড সফরে পাকিস্তানের সাথে যেতে পারেননি তিনি। তবে এক মাস চিকিৎসা নেওয়ার পর দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে রউফের। তাই চলতি সপ্তাহেই ইংল্যান্ড চলে যাবেন তিনি। সেখানে পাকিস্তান দলের সাথে যোগ দিবেন রউফ।

২২ জুন প্রথমবার করোনা পরীক্ষায় রউফের রিপোর্ট পজিটিভ আসে। এরপর ২০ জুলাই পর্যন্ত ছয়বার করোনা পরীক্ষা করা হয় রউফের। যার মধ্যে প্রথম পাঁচবারই রিপোর্ট পজিটিভ আসে। ষষ্ঠবার রউফের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। পরে আরও একবার পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। ফলে পুরোপুরিভাবে করোনামুক্ত হন রউফ।

বার-বার করোনা পজিটিভ হওয়ায় রউফের পরিবর্তে মোহাম্মদ আমিরকে দলে নেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ উল হক। ইতোমধ্যে ইংল্যান্ডে অবস্থান করছেন আমির। তবে রউফ নেগেটিভ হওয়ায়, তাকে দলে চান মিসবাহ। চলতি সপ্তাহেই ইংল্যান্ডে উড়াল দিবেন রউফ।

৫ আগস্ট থেকে ম্যানচেস্টারে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট হবে সাউথ্যাম্পটনে। ১৩ ও ২১ আগস্ট হবে ম্যাচ দুটি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে নিয়ে ইংল্যান্ডকে ভনের সতর্কবার্তা

পাকিস্তানকে নিয়ে ইংল্যান্ডকে ভনের সতর্কবার্তা

হতাশা কেটেছে সোহানের, সুযোগ দেখছেন ক্রিকেটে ফেরার

হতাশা কেটেছে সোহানের, সুযোগ দেখছেন ক্রিকেটে ফেরার

অনুর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

অনুর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পে ৪৫ ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে কিপিংয়ে লজ্জায় হেলমেট পড়েননি কোহলি

বাংলাদেশের বিপক্ষে কিপিংয়ে লজ্জায় হেলমেট পড়েননি কোহলি