ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ এএম, ০৪ আগস্ট ২০২০
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে সুযোগ না পেয়ে, গণমাধ্যমের সামনে ক্ষোভ ঝেড়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। এমনকি সে সময় ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তও নিয়েছিলেন ব্রড।

রোববার (২ আগস্ট) দ্য মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রড বলেন, ‘প্রথম টেস্টে একাদশে সুযোগ না পেয়ে, অবসরের সিদ্বান্ত নিয়েছিলাম। কারণ আমি তখন একদমই ভেঙে পড়েছিলাম। আমার মনে পড়ে না যে, কখনও এতটা মর্মাহত হয়েছি কি-না। আগে যখন বাদ পড়তাম, নিজেই নিজেকে বোঝাতাম, আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার আর নিজের উপর আস্থা রাখতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘এবার যখন বেন স্টোকস আমাকে বলল যে, আমি খেলছি না, আমার শরীর কাঁপতে শুরু করেছিল। আমি কথাই বলতে পারছিলাম না। আমার শরীর বরফ হয়ে গিয়েছিল।’

প্রথম টেস্টের দলে সুঢোগ না পেলেও দ্বিতীয় টেস্টেই দলে সুযোগ পেয়ে যান ব্রড। ওই ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি। তাতে তৃতীয় টেস্টের দলে জায়গা পোক্ত হয় তার। তৃতীয় টেস্ট ব্রড যেন আরও ধারালো। শেষ টেস্টে ১০ উইকেট শিকার করেন এই ডান’হাতি পেসার। ১০ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ব্রড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের জন্য পিছিয়ে যাচ্ছে প্রোটিয়াদের দ্বিপাক্ষিক সিরিজ

আইপিএলের জন্য পিছিয়ে যাচ্ছে প্রোটিয়াদের দ্বিপাক্ষিক সিরিজ

দক্ষিণ আফ্রিকার দু’টি সফর স্থগিত

দক্ষিণ আফ্রিকার দু’টি সফর স্থগিত

বিসিসিআই’র কাছে মাঞ্জরেকারের অনুরোধ, অপেক্ষা সৌরভের সিদ্ধান্তের

বিসিসিআই’র কাছে মাঞ্জরেকারের অনুরোধ, অপেক্ষা সৌরভের সিদ্ধান্তের

আইপিএলে ৩০-৫০ শতাংশ দর্শক রাখার ভাবনায় আরব আমিরাত

আইপিএলে ৩০-৫০ শতাংশ দর্শক রাখার ভাবনায় আরব আমিরাত