ডিসেম্বরে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ এএম, ০৬ আগস্ট ২০২০
ডিসেম্বরে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে এতটুকু সুযোগও হাতছাড়া করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। করোনাভাইরাসের মহামারী শেষ না হলেও বিপিএল আয়োজনে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাধারণ সূচি মতে, চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি। তবে ওই সময়ের মধ্যে করোনাভাইরাসের আগ্রাসন থামবে বলে মনে হচ্ছে না। বিসিবি অবশ্য বলছে নভেম্বরে সম্ভব না হলে ডিসেম্বর-জানুয়ারিতে এই লিগের আয়োজন করতে চায় তারা।

বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস বলেন, ‘বিপিএল আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে বিসিবি। আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনও শেষ হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের একটি স্লট আছে। ওই সময় আমরা সবাই বিপিএল আয়োজনের চেষ্টা করবো।’

তিনি বলেন,‘এটি আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় ও বিদেশি স্টাফরা অংশ নিয়ে থাকেন। এমন মহামারি চলাকালে বিদেশিরা আদৌ আমাদের দেশে আসবে কি-না সেটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে।’

বড় প্রশ্ন হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কি-না। করোনা পরিস্থিতি অনেক ব্যবসায়ীকে আর্থিকভাবে ধ্বংস করে দিয়েছে। ইউনিস বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের জন্য প্রস্তুত কি-না তা আমরা জানিনা। সত্যিকার অর্থে বিপিএল নিয়ে আমরা এখনও কথাবার্তা শুরু করিনি। আশা করছি সেপ্টেম্বরে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমাদেরকে দেশের করোনা পরিস্থিতিরি উপরও নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিকার অভিযোগ : বিসিবির চোখে ‘বিচ্ছিন্ন ঘটনা’

ফিকার অভিযোগ : বিসিবির চোখে ‘বিচ্ছিন্ন ঘটনা’

তামিম-মুশফিকদের ক্লাস নিবেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ

তামিম-মুশফিকদের ক্লাস নিবেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ

প্রথম টেস্টর জন্য পাকিস্তানের দল ঘোষণা

প্রথম টেস্টর জন্য পাকিস্তানের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর স্থগিত, নেপথ্যে আইপিএল

ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়া সফর স্থগিত, নেপথ্যে আইপিএল