আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান ড্যারেন স্যামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৭ আগস্ট ২০২০
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান ড্যারেন স্যামি

ভারতের মাটিতে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে দলের বাইরে আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। দলে না থাকলেও এখনও অবসরের ঘোষণা দেননি স্যামি। তাই তো আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তিনি।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে জাতীয় দলের জার্সিতে আর খেলা হয়নি সাবেক এই অধিনায়কের। জাতীয় দলের হয়ে না খেললেও ২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে খেলার পাশাপাশি খেলে বেড়াচ্ছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ক্যারিবিয়ান প্রিমিয়াির লিগ ও পিএসএল খেলছেন নিয়মিতই।

করোনার কারণে মার্চের মাঝামাঝি থেকে বন্ধ হয়ে আছে সবধরণের খেলাধুলা। তাই সর্বশেষ প্রায় পাঁচটি মাস ঘরে বসেই কাটিয়েছেন ক্রিকেটাররা। এই অবসর সময়ে নিজের ক্যারিয়ার নিয়ে ভেবেছেন স্যামি। যেখানে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, নির্বাচকদের মন হয় করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান আর সেটা টি-টোয়েন্টি ফরম্যাটে। তিনি মনে করেন, তার জন্য এখনও জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি।

বলেন, ‘বিগত কয়েক মাসে আমি অনেক কিছু নিয়ে ভেবেছি। লকডাউনে যারা ঘরে আটকে ছিল তারা যদি নিজেকে নিয়ে না ভেবে থাকে তাহলে নিজের প্রতিই অবিচার করল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি নিজেও ভালো করতে চাই এবং নিজের দল সেন্ট লুসিয়াকেও ভালো ফল এনে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘এ বছর আমার চিন্তা সিপিএলে ভালো করা। যদি ভালো করতে পারি, তাহলে হয়তো আরও কিছু ব্যাপার উঁকি দিবে। আমি এখনও অবসর নেইনি। আর জাতীয় দলের দরজাও বন্ধ হয়নি। সেন্ট লুসিয়ার হয়ে যদি প্লে-অফে জায়গা করে নিতে পারি আর আমার পারফরম্যান্সও যদি ভালো হয়, তবে নির্বাচকরা নিশ্চয়ই আমাকে নিয়ে ভাববেন।’

ক্যারিবিয়ানদের হয়ে ৩৮ টেস্ট, ১২৬ ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে ৩৮ টেস্টে ১৩২৩, ১২৬ ওয়ানডেতে ১৮৭১ ও ৬৮ টি-টোয়েন্টিতে ৫৮৭ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে নিয়েছেন ৮৪, ৮১ ও ৪৪টি উইকেট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস 


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে অবসরের ঘোষণা দিলেন ধোনি

অবশেষে অবসরের ঘোষণা দিলেন ধোনি

সাত ভেন্যুতে তৃতীয় ধাপের অনুশীলন, ফিরছেন তামিম

সাত ভেন্যুতে তৃতীয় ধাপের অনুশীলন, ফিরছেন তামিম

বিপিএল আয়োজন করা কঠিন হবে : পাপন

বিপিএল আয়োজন করা কঠিন হবে : পাপন

কোচের দায়িত্বে ইউসুফ-রাজ্জাক

কোচের দায়িত্বে ইউসুফ-রাজ্জাক