বিপিএল আয়োজন করা কঠিন হবে : পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৬ আগস্ট ২০২০
বিপিএল আয়োজন করা কঠিন হবে : পাপন

চলতি বছরের মার্চে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। ওই মাসের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে করোনার কারণে প্রথম রাউন্ড শেষেই ডিপিএল স্থগিত হয়ে যায়। এখন পর্যন্ত তা শুরু হতে পারেনি। শুধুমাত্র ডিপিএলই নয়, ২২ গজে কোন খেলাই শুরু হতে পারেনি।

করোনার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির অষ্টম আসর নিয়ে এখনই চিন্তিত হয়ে পড়েছে দেশের ক্রিকেট বোর্ড। আগামী আসর আয়োজন করা বেশ কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিদেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন সম্ভব কি-না তা নিয়েও নিশ্চয়তা দিতে পারছেন না পাপন। করোনার পরিস্থিতি উন্নতি হলে বিপিএলের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

পাপন বলেন, ‘বিপিএল আয়োজন খুবই কঠিন। আমার মনে হয় না এটা সম্ভব হবে । আপনি দেখেন, আইপিএলের খেলাই ভারতে করতে পারছে না। বাইরে করবে বলছে, তারপরেও অনেক খেলোয়াড় আসতে পারবে না। প্রথম দিকে তো না-ই। পরে যে আসতে পারবে সেই নিশ্চয়তাও নেই।’

তিনি আরও বলেন, ‘খুব সাধারণ একটা ব্যাপার, নেগেটিভ ২০-২৫টা ছেলেকে নিয়ে খেলা শুরু করে দিলাম। কিন্তু মাঠে যখন খেলতে যাচ্ছে তখন কিন্তু পজিটিভ হচ্ছে। অতএব, আমি আজকে নেগেটিভ আছি কালকে পজিটিভ হবো না এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই আমাদের সতর্কভাবে সকল সিদ্ধান্ত নিতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএল থেকে সরে দাঁড়ালেন সারওয়ান

সিপিএল থেকে সরে দাঁড়ালেন সারওয়ান

তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা

আইপিএল শুরুতে থাকছেন না স্মিথ-ওয়ার্নাররা

আইপিএলের জন্য জাতীয় দলকে ‘না’

আইপিএলের জন্য জাতীয় দলকে ‘না’