বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ-ভারতের পর শ্রীলঙ্কার দল ঘোষণা

নিদাহাস ট্রফির জন্য ভারত ও বাংলাদেশর পর এবার নিজেদের দল ঘোষাণা করলো শ্রীলঙ্কা। নিজ মাঠে সফরকারী বাংলাদেশ ও ভারতকে নিয়ে আয়োজিত নিদাহাস টি-টোয়েন্টি ট্রফির জন্য আজ (মঙ্গলবার) ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

আগামী ৬-১৮ মার্চ অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য পরবর্তীতে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে জানিয়েছে এসএলসি।

এদিকে, বাংলাদেশের ঘোষিত দলে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে রাখা হলে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হাতের আঙুলের ইনজুরি ভালো না হওয়া গত রাতে থাইল্যান্ড গেছেন সাকিব। বিসিবি বলছে, প্রথম ম্যাচে সাকিব না খেলতে পারলে টাইগারদের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মাশরাফি ফিরছেন বলা হলেও আপাতত তিনি আর ফিরছেন না। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ঘোষিত দলে তাকা রাখা হয়নি।

প্রাথমিক দল
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দাসুন শানাকা,কুসল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিজ, সুরাঙ্গা লাকমাল, নিরোশান ডিকবেলা, সাদিরা সামারাবিক্রমা,ইসুরু উদানা, জেফ্রি ভ্যান্ডারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, ধনঞ্জয়া ডি সিলভা।


শেয়ার করুন :


আরও পড়ুন

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ঘোষণা, বিশ্রামে কোহলি-ধোনি

আঙুলের ব্যথা নিয়ে থাইল্যান্ড গেলেন সাকিব

আঙুলের ব্যথা নিয়ে থাইল্যান্ড গেলেন সাকিব

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার