দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শুরু হচ্ছে ‘কালচার ক্যাম্প’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৮ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে শুরু হচ্ছে ‘কালচার ক্যাম্প’

বর্ণবাদী ঘটনার কারণে এবার ‘কালচার ক্যাম্প’(সংস্কৃতি ক্যাম্ব) আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা(সিএসএ)। ৩২জন খেলোয়াড়কে নিয়ে এ ‘কালচার ক্যাম্প’ আয়োজন করছে সিএসএ।

যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের ধারাবাহিকতায় এই কালচার ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। বর্ণবাদ আচরণ বন্ধের জন্য ২০১০ সালের পর আবার কালচার ক্যাম্প করার সিদ্ধান্ত নিল সিএসএ। আগামী সপ্তাহে ক্রুগার ন্যাশনাল পার্কে এই ক্যাম্প শুরু হবে। যেখানে দলীয় পারফরম্যান্স ছাড়াও খেলার পরিবেশ এবং একে অপরের সঙ্গে ভাতৃত্বমূলক আচরণের বিষয়ে কর্মশালা করা হবে।

ক্যাম্পে যোগ দিতে পারবেন না দেশটির সাবেক অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। কারণ দ্বিতীয়বারের মত বাবা হতে চলেছেন তিনি। আর ব্যক্তিগত কারনে ক্যাম্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যাটসম্যান থিউনিস ডু ব্রুইন।

কালচার ক্যাম্পের ৩২ জন ক্রিকেটার :
অ্যাইডেন মার্কাম, আন্দিল ফেলুকুওয়াও, এনরিচ নর্টি, ব্যুরান হেন্ডরিক্স, বিয়র্ন ফরচুন, ড্যারেন ডুপাভিলন, ডেভিড মিলার, ডিন এলগার, ডোয়াইন প্রিটোরিয়াস, জর্জ লিন্ডে, গ্লেটন স্টুরমান, হেনরিখ ক্লাসেন, জানেমান মালান, জন জন স্মুটস, জুনিয়র ডালা, কাগিসো রাবাদা, কেগান পিটারসেন, কেশব মহারাজ, কাইল ভেরিয়েন, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, পিটার মালান, পিট ফন বিলিয়ন, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, রেজা হেন্ডরিক্স, রুডি সেকেন্ড, সেনুরান মুথুসামি, সিসান্দা মাগালা, তাবরাইজ শামসি এবং জুবায়ের হামজা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা পরীক্ষায় টাইগারদের নমুনা সংগ্রহ শুরু

করোনা পরীক্ষায় টাইগারদের নমুনা সংগ্রহ শুরু

ধোনিকে আইসিসির অভিনন্দন

ধোনিকে আইসিসির অভিনন্দন

মাঠের অনুশীলনে ফিরলেন তামিম-মোস্তাফিজ

মাঠের অনুশীলনে ফিরলেন তামিম-মোস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান ড্যারেন স্যামি

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান ড্যারেন স্যামি