মুশফিক দৌড়াবেন এবার বগুড়ায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ২৫ আগস্ট ২০২০
মুশফিক দৌড়াবেন এবার বগুড়ায়

ফাইল ফটো

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সদস্য মুশফিকুর রহিম ব্যক্তিগত কারণে নিজ জেলা শহর বগুড়ায় গেছেন। তবে এর মাঝেও ব্যক্তিগত অনুশীলন বন্ধ রাখতে চান না তিনি। মিরপুরের ন্যায় জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে নিজের অনুশীলন চালিয়ে যাবেন মুশফিক।

টাইগারদের অনুশীলনের মাঝে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে দেশের সাত ভেন্যুতে শুরু হচ্ছে একক অনুশীলনের চতুর্থ পর্ব। অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তুত করা সাত ভেন্যুর একটি হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।

বিসিবি প্রেরিত সূচি অনুযায়ী মুশফিক চতুর্থ ধাপের অনুশীলন শুরু করবেন শহীদ চান্দু স্টেডিয়ামে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত চলবে এ অনুশীলন। সেখানে অনুশীলন করবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা। শুরু থেকেই এ দুই নারী ক্রিকেটার সেখানে অনুশীলন করে আসছেন।

করোনার কারণে ক্রিকেটে সকল কর্ম বন্ধ হওয়ার পর মুশফিকুর রহিমই সর্ব প্রথম আউটডোর অনুশীলনের ব্যবস্থা করার জন্য বিসিবিকে অনুরোধ জানিয়েছিলেন। বাড়িতে বসে ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিং অনুশীলন করলেও মাঠে আসতে পারেননি তারা। পরে সকল প্রকার প্রটোকল মেনে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন করানোর উদ্যোগ নেয় বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল বাড়াতে ব্যস্ত রুবেল

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল বাড়াতে ব্যস্ত রুবেল

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

তামিম-মুশফিকদের প্রথম ধাপের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

তামিম-মুশফিকদের প্রথম ধাপের করোনা পরীক্ষা ১৮ সেপ্টেম্বর