আফগান বোর্ডে মোলসের স্থলাভিষিক্ত হলেন আহমাদজাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৬ আগস্ট ২০২০
আফগান বোর্ডে মোলসের স্থলাভিষিক্ত হলেন আহমাদজাই

সাবেক অধিনায়ক রইস আহমাদজাইকে বোর্ডের ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে অ্যান্ডি মোলসের জায়গায় ৩৫ বছর বয়সী আহমাদজাইকে ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৯ সালে ডিরেক্টর ও প্রধান নির্বাচক দুটি দায়িত্ব দেওয়া হয় এই ইংলিশম্যানকে।

এক বিবৃতিতে এসিবি জানায়, ‘জাতীয় পর্যায়ে দলের কারিগরি দিক শক্তিশালী করতে আহমাদজাইকে নিয়োগ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতা বাড়ানোর জন্য নীতিমালা প্রনয়ণ এবং বাস্তবায়নে তিনি সহায়তা করবেন।’

এসিবি আরও বলে, ‘জাতীয় দলের অভিজ্ঞ কোচ আহমাদজাই। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। বিভিন্ন টেকনিক্যাল পজিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।’

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরের বছরই ক্যারিয়ার থমকে যায় আহমাদজাই’র। ২০০৯-১০ সালে দেশের হয়ে পাঁচটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আহমাদজাই। দুই ফরম্যাট মিলিয়ে ১৭৯ রান করেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোনিবেশ করেছিলেন আহমেদজাই। জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘প্রতারক-জোচ্চোর’ বলা ইংলিশ সমর্থকদের মিস করবেন স্মিথ!

‘প্রতারক-জোচ্চোর’ বলা ইংলিশ সমর্থকদের মিস করবেন স্মিথ!

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে পাকিস্তানের দল!

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে পাকিস্তানের দল!

ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ক্রাওলি

ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে ক্রাওলি

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি