লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০

জাতীয় দলের জার্সি গায়ে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনও ওয়ানডে বা টেস্টে ক্রিকেটের অভিষেক হয়নি আমিনুল ইসলাম বিপ্লবের। তবে ২০ বছরের এ তরুণ টাইগার লেগস্পিনার নাম লেখাতে চান লাল বলের ক্রিকেটে। শুধু তাই নয়, সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দিতে চান তিনি।

চট্টগ্রামে ২০১৯ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আমিনুল ইতোমধ্যে ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেট শিকার করে স্পটলাইটে চলে এসেছেন। অন্যদিকে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে একজন মানসম্পন্ন লেগ স্পিনারের সন্ধানে থাকলেও তা এখনো পায়নি বাংলাদেশ। এখন সেই অসম্ভাবকে সম্ভব করতে পারেন আমিনুল।

টি-টোয়েন্টিতে পারফরমেন্স করে তেমনটার সম্ভাবনাও জাগিয়েছে তিনি। সেই সাথে এখন আমিনুলের মূল লক্ষ্য টেস্ট দলে জায়গা পাওয়া এবং ভালো খেলা। এর আগে লেগ-স্পিনার জুবায়ের লিখনকে নিয়ে চেষ্টা করেছে বাংলাদেশ। তবে তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।

নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতে চান না আমিনুল। তার বিশ্বাস কঠোর পরিশ্রম টেস্ট দলে সুযোগ পেতে তা সহায়তা করবে। বুধবার (৯ সেপ্টেম্বর) মিরপুরে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

বিসিবির দেওয়া ভিডিও বার্তায় টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে আমিনুল বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই লক্ষ্য থাকে, লাল বলের ক্রিকেটে খেলা। আমারও সেটা আছে। যদি কখনো সুযোগ হয় নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব।’

টেস্ট দলে সুযোগ পেতে নিজেকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন শরিয়রতপুরের ২০ বছর বয়সী আমিনুল। করোনার কারণে গৃহবন্দি থেকেও সেই পরিকল্পনায় বাধা সৃষ্টি হয়নি। তিনি বলেন, ‘লকডাউনের সময় বোলিং করার কোন সুযোগ ছিল না। তবে করোনা বিরতিতে নিজের বোলিংয়ের পুরোনো ভিডিও দেখেছি। বোঝার চেষ্টা করেছি কোথায় ঘাটতি আছে, কোথায় আরও উন্নতি করতে হবে।’

মাঠে অনুশীলনের বিষয়ে তিনি বলেন, ‘মিরপুরে যখন ব্যক্তিগত অনুশীলন শুরু করি, তখন লেগ-স্পিন দিয়ে শুরু করি। ধীরে ধীরে গুগলি, ফ্লিপার এগুলো নিয়েও কাজ করেছি। আশা করছি, সামনে আরও ভালো কিছু হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত ব্যক্তিগত অনুশীলনে নিয়মিতই ঘাম ঝড়াচ্ছেন আমিনুল। জানান, ধীরে-ধীরে বোলিংয়ে ছন্দ ফিরে পাচ্ছেন।

আমিনুল বলেন, ‘ব্যাটসম্যান ছাড়া বোলিং করলে নিজের ব্যাপারে জানা যায় না। কিন্তু সামনে একজন ব্যাটসম্যান থাকলে, তাদের বিপক্ষে বল করলে নিজের শক্তি বা দুর্বলতার জায়গাটা বোঝা যায়। ব্যাটসম্যানদের বোলিং করতে পেরে ভালো তাই লাগছে। প্রথম দিকে মানিয়ে নিতে সবারই কষ্ট হয়েছে। তবে অনুশীলন করতে করতে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচদিন পর অনুশীলনে টাইগার ক্রিকেটাররা

পাঁচদিন পর অনুশীলনে টাইগার ক্রিকেটাররা

ক্রিকেটার সাইফ ও ট্রেনার লি শরীরে করোনা শনাক্ত

ক্রিকেটার সাইফ ও ট্রেনার লি শরীরে করোনা শনাক্ত

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ