দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০
দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত স্মিথ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে নেটে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। যে কারণে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেননি তিনি। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে স্মিথের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘স্মিথকে দ্বিতীয়বার কনকাশন পরীক্ষায় পাঠানো হবে। তাকে পর্যবেক্ষণ রাখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন কি-না সে।’

আর প্রথম ওয়ানডের টসের সময় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘ম্যাচের আগের দিন নেটে ব্যাটিং অনুশীলনের সময় মাথায় আঘাত পান স্মিথ। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরীক্ষা করা হয়। তবে তাকে আরও পর্যবেক্ষণ করা হবে।’

স্মিথের অনুপস্থিতির ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। গত বছর লর্ডসে অ্যাশেজ সিরিজের টেস্টে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের ডেলিভারিতে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন স্মিথ। তার পরিবর্তে বিশ্বের প্রথম ‘কনকাশন সাব’ হিসেবে ব্যাট হাতে নেমেছিলেন মার্নাস লাবুশেন।

সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারেননি স্মিথ। তারপরও ওই সিরিজে তিনটি সেঞ্চুরিতে ৭৭৪ রান করেছিলেন তিনি। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজটি ২-২ সমতায় শেষ হয়েছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সঙ্কটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, নিষিদ্ধের শঙ্কা

সঙ্কটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, নিষিদ্ধের শঙ্কা

সেন্ট লুসিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

সেন্ট লুসিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

আইপিএলে ২০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হবে

আইপিএলে ২০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হবে

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস

সুইডেন ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে জন্টি রোডস