নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২০
নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

ছবি : বিসিবি

মেহেদী হাসান মিরাজ, দেশের জার্সি গায়ে ২০১৬ সালে অভিষেকের পর টানা তিন বছর দারুণ ছন্দে ছিলেন। তবে করোনার কারণে লকডাউনের আগে বেশ কয়েকটি সিরিজে তাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। লকডাউন শেষে অনুশীলনে ফিরে মিরাজ নিজেও তাকে খুঁজে পাচ্ছেন না।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ঘরবন্দি হয়ে থাকতে হয়েছে দেশের ক্রিকেটারদের। ওই সময়ে ফিটনেস নিয়ে কাজ করলেও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ ছিল না। করোনা পরিস্থিতির মাঝেই অবশেষে মধ্য জুলাই থেকে মাঠে ফিরেন টাইগার ক্রিকেটাররা।

মুশফিক-মমিনুলরা ঢাকার মিরপুরে ব্যক্তিগত অনুশীলন করলেও মেহেদী হাসান মিরাজ ছিলেন খুলনায়। সেখানেই শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজের অনুশীলন সেরেছেন তিনি। তবে দীর্ঘ দিন পর মিরপুরের অনুশীলনে ফিরে নিজেকে খুঁজে পাচ্ছেন না তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে বোলিং অনুশীলন করেন মিরাজ। অনুশীলন শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় নিজেকে পূর্বের অবস্থায় ফিরে পেতে কাজ করছেন বলেন জানান তিনি।

মিরাজ বলেন, ‘আফটার লং টাইম বোলিং শুরু করছি, মিরপুরে। বিশেষ করে পাঁচ-ছয় মাস পরে মিরপুরে তিন-চার দিন ধরে বোলিং করছি। ভালো লাগছে কিন্তু অনেক দিন পর শুরু করায় একটু কন্ট্রোল থাকছে না ও-রকম। আনইজি লাগছে, বাট তারপরও মনে করছি যতটুকু সম্ভব তাড়াতাড়ি নিজেকে ফিট করে মাঠে খেলার জন্য।

‘এর আগে খুলনাতে বোলিং করেছি, প্রাকটিস করেছি। কিন্তু মিরপুরে বেশ কয়েকদিন হলো শুরু করেছি। একটু হেজিটেশনের ভেতরে আছি, বোলিং হয়তো ভালোমতো ও-রকম হচ্ছে না, যেটা আমি চাচ্ছি। কিন্তু চেষ্টা করছি যতদ্রুত সম্ভব বোলিংটা আমার নিজের জায়গায় আনার জন্য।’ যোগ করেন মিরাজ।

তরুণ এ টাইগার ক্রিকেটার বলেন, ‘চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার বোলিংটা আগের জায়গায় যেখানে ছিল সেখানে আনার। এর জন্য যা যা দরকার সেগুলো করছি। আমার কোচের সাথেও কথা বলেছি। সেও আমার সাথে ডিসকাস করেছে, কিভাবে কী করলে ভালো হয়।’

বাংলাদেশের হয়ে ২২ টেস্ট, ৪১ ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা মিরাজ বলেন, ‘অভিষেক থেকে শুরু করে সর্বশেষ তিন বছর টানা খুব ভালোই গিয়েছেভ কিন্তু লকডাউনের আগে দুই-তিনটা সিরিজে যে রকম চেয়েছি ও-রকম হয়নি। সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। তবে তার ভেতরে লকডাউন চলে আসার আর করতে পারিনি।’

‘এখন সামনে খেলা শুরু হয়ে যাচ্ছে, প্রাকটিস শুরু হয়েছে; যতটুকু সম্ভব নিজেকে গুছিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করবো এবং আগে যে রকম বোলিং করতাম সেই রিদমে ফিরে আসতে চাই’ -যোগ করেন মিরাজ।

দেশের চেয়ে বিদেশে খেলা বেশি চ্যালেঞ্জের বলে জানান তিনি। বলেন, ‘বিদেশের মাটিতে আমাদের স্পিনারদের জন্য চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে আমার জন্য বেশি থাকে। বিদেশের মাটিতে বোলিংয়ে লাইন-লেংথ খুব গুরুত্বপূর্ণ। ওখানে সফল হতে হলে লাইন-লেংথের উপর বেশি জোর দিতে হয় এবং ভালো জায়গায় টানা বল করতে হয়। কারণ, বিদেশের উইকেট থেকে তেমন সাহায্য পাওয়া যায় না।’

নিজের সম্পর্কে মিরাজ বলেন, ‘যতটুকু সম্ভব অনুশীলন করে ঘাটতির জায়গা নিয়ে কাজ করছি। ওখানে কীভাবে কী করলে ভালো হয়, বোলিং কোচ ড্যানিয়েলের সাথেও কথা বলেছি। উনি আমাদের বিশেষ টিপস দিয়েছেন, কীভাবে করলে ভালো হবে, কাজও করেছেন। আশা করি, সামনের দিনগুলোতে ওর সাথে কাজ করতে পারব।’

সবশেষ তিনি বলেন, ‘অনেক দিন পর সবাইকে বোলিং করেছি। সব ব্যাটসম্যানকেই মোটামুটি বল করেছি। তবে আমার নিজের কাছে অস্বস্তি লেগেছে, ভালো বল হয়নি। আজকে একটু ভালো ফিল হচ্ছে। আরও ভালো বল করলে আরও ভালো ফিল হবে। সবাই দ্রুত নিজের জায়গায় ফিরে আসতে চেষ্টা করছে। আশা করি, সব ব্যাটসম্যান-বোলাররা খুব দ্রুত নিজের জায়গায় ফিরে আসবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল

শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল

মিরাজের আশা, খুব তাড়াতাড়িই শুরু হবে খেলা

মিরাজের আশা, খুব তাড়াতাড়িই শুরু হবে খেলা