সিরিজ আয়োজনে ইংল্যান্ডের সহায়তা চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০
সিরিজ আয়োজনে ইংল্যান্ডের সহায়তা চায় পাকিস্তান

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সফর শেষে এবার ঘরের মাঠে সিরিজ আয়োজনের পালা। চলতি বছরের অক্টোবরে জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে পাকিস্তান। ওই সিরিজের সুরক্ষা বলয় তৈরিতে ইংল্যান্ডের সহায়তা চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর জৈব সুরক্ষার কড়া প্রোটোকলে ৮ জুলাই থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে ক্রিকেটকে মাঠে ফেরায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর ও বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে ইংল্যান্ড। সবগুলো সিরিজই কড়া প্রোটোকলে অনুষ্ঠিত হয়েছে।

ইসিবির জৈব-সুরক্ষার প্রশংসা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অক্টোবরে ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথেয়তা দিবে পাকিস্তান। ওই সিরিজের জন্য নির্ধারিত ভেন্যুতে জৈব সুরক্ষা-বলয় তৈরি করবে পিসিবি। সিরিজের কথা মাথায় রেখে জৈব সুরক্ষা বলয় তৈরি করতেই ইংল্যান্ডের সহায়তা চেয়েছে পিসিবি।

পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘ইংল্যান্ডের জৈব সুরক্ষা-বলয় আমাদের সকলেরই ভালো লেগেছে। ইতোমধ্যে সেখানে চারটি দল খেলেছে। তাদের জৈব সুরক্ষা-বলয় নিয়ে কোন অভিযোগ নেই। আমরা চাইছি তাদের মতো করে জৈব সুরক্ষা-বলয় তৈরি করতে। আগামী মাসে আমরা জিম্বাবুয়েকে আতিথেয়তা দিবো। ওই সিরিজকে সামনে রেখে আমরা বড় পরিকল্পনা হাতে নিচ্ছি। এজন্য জৈব সুরক্ষা-বলয় তৈরি করতে হবে। আমরা চাইছি ইংল্যান্ডের মতো জৈব সুরক্ষা-বলয় তৈরি করতে। তাই ইংল্যান্ডের সহায়তা চাওয়া হয়েছে।’

ইতোমধ্যে ইসিবি’র সাথে জৈব সুরক্ষা-বলয় নিয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান ওই মুখপাত্র, ‘আমরা ইসিবিকে আমাদের পরিকল্পনা জানিয়েছি। তারা আমাদের পরিকল্পনা শুনেছে। তবে এখনো কিছু জানায়নি।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে পিসিবি। তারা জানায়, ‘পিসিবির জন্য জিম্বাবুয়ে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ করোনার পর আবারো দেশের মাটিতে ক্রিকেট ফিরবে।’

আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজনে দু’টি ভেন্যু নিয়ে ভাবছে পিসিবি। ভেন্যু দু’টি হলো রাওয়ালপিন্ডি ও মুলতান। এ দু’টি ভেন্যুতে সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি

শিগগিরই ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি

আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

শ্রীলঙ্কা সফরে ‘যাচ্ছে না’ বাংলাদেশ ক্রিকেট দল

শ্রীলঙ্কা সফরে ‘যাচ্ছে না’ বাংলাদেশ ক্রিকেট দল

টাইগারদের অনুশীলনে ফিরলেন বিদেশি কোচিং স্টাফরা

টাইগারদের অনুশীলনে ফিরলেন বিদেশি কোচিং স্টাফরা