শ্রীলঙ্কা সফরে ‘যাচ্ছে না’ বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২০

করোনা পরিস্থিতির পর শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে শ্রীলঙ্কার কড়া শর্তে সেটি এখন বাতিলের তালিকায়। শ্রীলঙ্কার জুড়ে দেওয়া শর্তে বাংলাদেশ ক্রিকেট দলের সফর করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি এও বলেন, শ্রীলঙ্কা সফর বাতিল হলেও টাইগারদের অন্য উপায়ে ক্রিকেটে ফেরানো হবে।

বিসিবি সভাপতি বলেন, ‘শ্রীলঙ্কা সফর নিয়ে সর্বশেষ যখন কথা বলেছিলাম তখন কোভিড-১৯ পরিস্থিতি এমন ছিল যে, আমাদের কাছে শ্রীলঙ্কা নিরাপদ মনে হয়েছিল। এটা ভাবার কারণও ছিল, ওদের (শ্রীলঙ্কা) ওখানে আক্রান্তের হার কম ছিল এবং ওরা ঘরোয়া ক্রিকেটও শুরু করেছিল। এর ফলে আমাদের ধারণা ছিল যে, শ্রীলঙ্কার পরিস্থিতি অনেক ভালো।’

পাপন বলেন, ‘শ্রীলঙ্কায় পরিস্থিতি ভালো হওয়ায় চিন্তা ছিল, ওখানে গিয়ে যেন আমরা প্রাকটিস করতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আমরা এ সিরিজ খেলতে রাজি হয়েছিলাম। বলেছিলাম, বিশাল এক বাহিনী নিয়ে যাব, প্রাকটিস করবো এবং টেস্ট সিরিজ খেলবো।’

তবে পূর্বের বলা কথা সাথে মিল রাখতে পারছে না শ্রীলঙ্কা। মূলত সে কারণেই এ সিরিজ বাতিলের তালিকায় পড়তে যাচ্ছে। বিসিবি বস বলেন, ‘কালকে (রোববার) যে চিঠি এসেছে (শ্রীলঙ্কা বোর্ড থেকে) সেখানে আমারা যা ভেবেছিলাম তার ধারেকাছে তো না’ই এবং অন্যান্য যেসব জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে তাদের সাথেও কোন মিল নেই। কতগুলো জিনিস একেবারেই নতুন। যেমন- কোন দেশে সাতদিনের কোয়ারেন্টাইন হচ্ছে, কিন্তু দল প্রাকটিস করতে পাচ্ছে। কোন জায়গায় তিনদিন পরেই প্রাকটিস করতে পাচ্ছে। কিন্তু তারা বলছে, কেউ ঘর থেকেই বের হতে পারবে না। ১৪ দিন হোটেলের রুম থেকেই বের হতে পারবে না। খাওয়ার জন্যও রুম থেকে বের হতে পারবে না।’

দেশটির এমন শর্তে শ্রীলঙ্কার বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও সন্দেহ প্রকাশ করে পাপন। বলেন, ‘এমন শর্তে পেছনে আমাদের যেটা মনে হচ্ছে। প্রথমত হতে পারে শ্রীলঙ্কার অবস্থা (করোনা পরিস্থিতি) আসলে ভয়াবহ। তবে আমরা এটা জানি না। কিছু একটা আছে যা আমরা জানি না। দ্বিতীয়ত, প্রাকটিসে বল থ্রো করার জন্যও তো কােউকে দেবে? সেটাও দেবে না। নেট বোলারও দেবে না। এমনকি আমাদের এখান থেকেও নিতে দেবে না।’

শ্রীলঙ্কার এমন কড়া শর্তে ক্রিকেট খেলা সম্ভব নয় বলে জানান নাজমুল হাসান পাপন। বলেন, ‘ওরা আসলে কী বলতে চাচ্ছে বুঝতেছি না। এটা তো আর ছেলেখেলা না, এটা টেস্ট চ্যাম্পিয়ানশীপ। এখন তাদের জানিয়ে দেব যে, আমাদের চিন্তা-ভাবনার সাথে, বাস্তবতা সাথে কোন মিল নেই এবং তারা যেটা দিয়েছে এটা দিয়ে কোনভাবেই টেস্ট চ্যাম্পিয়নশীপ খেলা সম্ভব না। এই বার্তাটা আমরা তাদেরকে দিয়ে দেব, তারপর দেখি তারা কী বলে।’

এদিকে শ্রীলঙ্কা সফর না হলেও খেলোয়াড়দের ক্রিকেটে ফেরানো হবে বলে জানান তিনি। তবে কিভাবে ক্রিকেটারদের ম্যাচে ফেরানো হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি বিসিবি সভাপতি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

টাইগারদের অনুশীলনে ফিরলেন বিদেশি কোচিং স্টাফরা

টাইগারদের অনুশীলনে ফিরলেন বিদেশি কোচিং স্টাফরা

এলপিএলের নিলামে সাকিব, অ্যাপ্রোচ পায়নি বিসিবি

এলপিএলের নিলামে সাকিব, অ্যাপ্রোচ পায়নি বিসিবি

পিএসজির হার, নেইমারসহ পাঁচজনকে লাল কার্ড

পিএসজির হার, নেইমারসহ পাঁচজনকে লাল কার্ড