বড় মঞ্চে সাফল্য চান বাউচার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০
বড় মঞ্চে সাফল্য চান বাউচার

দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পারফরম্যান্স যতটা উজ্জ্বল আইসিসির ইভেন্টে ঠিক তার উল্টো। যেকারণে বড় মঞ্চে চোকার্স নামেই সবচেয়ে বেশি পরিচিত তারা। তবে চোকার্স তকমা থেকে বেড়িয়ে এসে বড় মঞ্চে সাফল্য চান হেড কোচ মার্ক বাউচার।

এখন পর্যন্ত আইসিসির কোন ইভেন্ট জিততে পারেনি প্রোটিয়ারা। ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোন বিশ্বকাপই জিততে পারেনি। তবে একবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল প্রোটিয়ারা। সেটিও ১৯৯৮ সালে। যা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মাটিতে। আসরের সবগুলো ম্যাচই হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তারপর থেকে আফ্রিকা যেন ব্যর্থতার বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে পারছে না। ফেভারিটের তকমা নিয়ে শুরু করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে চান বাউচার। বড় মঞ্চে সাফল্য পেতে চান তিনি।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে বাউচার বলেন, ‘আমার কাছে পারফরম্যান্স আসল, যাতে সাফল্য পাওয়া যাবে। দলে দারুণ-দুর্দান্ত সব ক্রিকেটারদের চাই না। চ্যালেঞ্জিং একটি দল চাই, যেসব খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিতে পারবে, চ্যালেঞ্জে জিততে পারবে। বিশ্বের সেরা হতে লড়াই করবে। আমরা দল হিসেবে সঠিক পথে আছি। তবে আমাদের মাঠে প্রমাণ করতে হবে, ভালো খেলতে হবে। আমরা মাঠে ফিরতে মুখিয়ে আছি, মাঠে নিজেদের পারফরম্যান্সকে বাস্তবে রুপ দিতে হবে।’

গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপে ফেভারিটের কাতারে থেকেও সপ্তমস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া আইসিসির ইভেন্টের বাইরেও গত দেড়-দুই বছরে শ্রীলঙ্কা,ভারত ও ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে তারা। তাই বড় মঞ্চে ও বড়-বড় দলের বিপক্ষে সাফল্য চান বাউচার, ‘আইসিসির ইভেন্টে আমাদের সাফল্য পেতে হবে। দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্যের ধারাবাহিকতা আনতে হবে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ফাফ ডু প্লেসিস। ওয়ানডের পর টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হন কুইন্টন ডি কক। বাকি ছিল টেস্ট ফরম্যাটে। এই ফরম্যাটেরও দায়িত্ব পেতে পারেন ডি কক, এমন গুঞ্জনও উঠেছিল। কিন্তু ডি কককে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বাউচার।

বাউচার বলেন, ‘আমার কাছে মনে হয়, ডি ককের চাপ অনেক বেশি। সে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে আছে। তার সাথে কথা বলেছি, তখন মনে হয়েছে তার ওপর চাপটা বেশি পড়ে যাচ্ছে। তার ওপর আর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা টেস্টে অধিনায়কের সন্ধানে আছি। অন্যান্য দেশেও, ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক আছে।আপনি ইংল্যান্ডের দিকে তাকালে দেখতে পারবেন, টেস্ট দলের সাথে ইয়ান মরগানের কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র সাদা বলের দুই ফরম্যাটে খেলে থাকেন তিনি। যখন ইংল্যান্ড লাল বলের খেলে, তখন সাদা বল নিয়ে পরিকল্পনার অনেক সুযোগ পান মরগান।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইকেট বিলিয়ে বেঙ্গালোরকে হায়দরাবাদের জয় উপহার

উইকেট বিলিয়ে বেঙ্গালোরকে হায়দরাবাদের জয় উপহার

চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি

চার বলে চার বোল্ড, ইতিহাসের পাতায় আফ্রিদি

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিল  অস্ট্রেলিয়া

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিল অস্ট্রেলিয়া

সব ফরম্যাটে নিয়মিত হতে চান মোস্তাফিজ

সব ফরম্যাটে নিয়মিত হতে চান মোস্তাফিজ